এগরা সারদা শশিভূষণ কলেজে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল কৃতি ছাত্রছাত্রী ও প্রাক্তন গুণী শিক্ষক সংবর্ধনা। উপস্থিত ছিলেন কলেজ পরিচালন কমিটির সদস্য ও বিধায়ক সমরেশ দাস, কলেজের অধ্যক্ষ দীপক তামিলি,বিভাগীয় শিক্ষক জনেশ ভট্টাচার্য-সহ অন্যান্য শিক্ষক, ছাত্রছাত্রীরা। প্রতি বছর শিক্ষক দিবসকে মাথায় রেখে এলাকার একজন প্রাক্তন গুণী শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা পেলেন রুক্মিণীপুর এলাকার ৮০ বছরের প্রবীণ শিক্ষক অম্বিকেশ মহাপাত্র। এছাড়া ইতিহাস বিষয়ে গবেষণার জন্য কলেজের শিক্ষিকা কাকলী সিংহকেও সংবর্ধনা দেওয়া হয়। সংস্কৃত বিষয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক বিভাগে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত মদন পাত্র ও সুস্মিতা জানাকেও সংবর্ধনা দেওয়া হয়।