মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল মেডিক্যালের ছাত্রের। শুক্রবার হলদিয়ার ভবানীপুর বাড়সুন্দরায় ৪১ নম্বর জাতীয় সড়কের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম গৌরব ঘোষ (২২)। তার বাড়ি কলকাতার তালতলা লাইব্রেরি রোডে। গৌরব হলদিয়ার আইকেয়ার মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ কলেজের প্রথম বর্ষের ছাত্র। তিনি হস্টেলে থাকতেন। এ দিন সকালে তিনি বাড়সুন্দরার দিক থেকে ৪১ নম্বর জাতীয় সড়ক ধরে মোটরবাইকে করে হলদিয়ার দিকে আসছিলেন। ওই সময় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।