দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হল ঘাটাল কলেজের নিবেদিতা ছাত্রী নিবাস। সম্প্রতি ২৬জন ছাত্রীকে নিয়ে চালু হল হস্টেল। কলেজ সূত্রের খবর, প্রাথমিক ভাবে ৮০ জন ছাত্রী থাকতে পারবেন। স্নাতকোত্তর ছাত্রীরাই সুবিধা পাবেন। যদিও স্নাতক স্তরের পড়ুয়াদের জন্যেও পঞ্চাশ শতাংশ সংরক্ষণ করা হয়েছে। দীর্ঘদিন ধরেই ঘাটাল কলেজে নিজস্ব মহিলা হস্টেল চালুর দাবিতে আবেদন করছিলেন ছাত্রীরা। বছর চারেক আগে কলেজের নিজস্ব জমিতে তৈরি হয় ওই ছাত্রী নিবাস। কাজ শেষ হলেও হস্টেল চালু করতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। এবার হস্টেল চালু হওয়ায় খুশি সকলেই। ঘাটাল কলেজের টিচার ইনচার্জ লক্ষ্মীকান্ত রায় বলেন, “হস্টেলের জন্য মাসিক চারশো টাকা দিতে হবে আবাসিকদের। আর হস্টেলেই রান্নার ব্যবস্থা রয়েছে।”
রাত ন’টার পর হস্টেল গেট বন্ধ হয়ে যাবে। আবেদন পত্রে অভিভাবক হিসাবে যাঁর নাম রয়েছে-তিনিই হস্টেলে ঢুকতে পারবেন। তার জন্য হস্টেল সুপারের কাছে আবেদন করতে হবে।