বিকল্প চাষে দিশ দেখাতে কৃষি কর্মশালা হয়ে গেল বুধ ও বৃহস্পতিবার দু’দিন ধরে জামবনি ব্লকের কাপগাড়ি এলাকার সেবা ভারতী কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে সংস্থার সভাঘরে এক কৃষি কর্মশালা হল। বিকল্প চাষে দিশা দেখাতে নাবার্ড-এর সহযোগিতায় আয়োজিত ওই কর্মশালায় পশ্চিম মেদিনীপুর জেলার ২৫ টি ফার্মাস ক্লাবের ৫০ জন সদস্য যোগ দেন। সেবাভারতী কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঞ্চালক অসীমকুমার মাইতি জানান, গত কয়েক বছর ধরে বর্ষা বিলম্বিত হওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমন চাষ। সেই কারণে অনেক চাষি এই মরশুমে জমি ফেলে রাখছেন। প্রাকৃতিক আসাম্যের কারণে বিকল্প চাষে চাষিদের আগ্রহী করতে কর্মশালায় উদাহরণ সহযোগে আলোচনা করেন কৃষি, উদ্যানপালন ও মত্স্য বিশেষজ্ঞরা। ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লালু দাস, খড়্গপুর আইআইটি-র খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগের অধ্যাপক অশোক করণ, পশ্চিম মেদিনীপুর জেলার উপ কৃষি অধিকর্তা বিদ্যুত্ দাস প্রমুখ।