Advertisement
২৪ এপ্রিল ২০২৪

দু’মাস পরেও খোঁজ মেলেনি আমিরুলের

বাবা-মায়ের অজান্তে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল রেলশহরের এক কিশোর। কিছুক্ষণের মধ্যেই পরিচিত একজনকে দিয়ে সাইকেলটি ফেরতও পাঠিয়ে দেয়। তা দেখেই বুক কেঁপে ওঠে মা সাহানারা বেগমের। সঙ্গে সঙ্গে আত্মীয়-পরিচজনদের খবর দেন। নিজেও বেরিয়ে পড়েন ছেলেকে খুঁজতে।

নিখোঁজ আমিরুল মল্লিক। —নিজস্ব চিত্র।

নিখোঁজ আমিরুল মল্লিক। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৪ ০২:১২
Share: Save:

বাবা-মায়ের অজান্তে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল রেলশহরের এক কিশোর। কিছুক্ষণের মধ্যেই পরিচিত একজনকে দিয়ে সাইকেলটি ফেরতও পাঠিয়ে দেয়। তা দেখেই বুক কেঁপে ওঠে মা সাহানারা বেগমের। সঙ্গে সঙ্গে আত্মীয়-পরিচজনদের খবর দেন। নিজেও বেরিয়ে পড়েন ছেলেকে খুঁজতে। স্টেশন থেকে শুরু করে শহরের চারদিকে খুঁজেও অবশ্য ছেলে আমিরুল মল্লিকের কোনও সন্ধান পাননি। পরবর্তীকালে খড়্গপুর থানায় অভিযোগ জানানো হয়।

তারপর দু’মাস কেটে গিয়েছে। আমিরুল অবশ্য এখনও নিখোঁজ। সাহানারার কথায়, “আমার ছেলে কিছুটা জড়বুদ্ধি সম্পন্ন। ফলে পড়াশোনাও করতে পারেনি। সব সব ওকে সময় আগলে রাখতাম। সে দিন কী ভাবে যে বেরিয়ে গেল বুঝতে পারছি না।”

আমিরুলের বয়স ১৬ বছর। খড়্গপুর শহরের পাঁচবেড়িয়া এলাকায় বাড়ি। কিছুটা জড়বুদ্ধি সম্পন্ন হওয়ায় বাড়ির লোকজন নজরেই রাখতেন। তারই ফাঁকে ৩০ এপ্রিল সকালে হঠাৎ সকলের নজর এড়িয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে আমিরুল। খড়্গপুর স্টেশনের সামনে পরিচিত একজনকে সাইকেল দিয়ে জানান, একজনের কাছে কিছু টাকা নিয়েই সে বাড়ি ফিরবে। পরিচিত সেই ব্যক্তি সাইকেল বাড়িতে পৌঁছে দেয়। কিন্তু ছেলে আর বাড়ি ফেরে না। তারপর সমস্ত আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করে, সারা শহর তল্লাশি চালিয়েও ছেলের দেখা না মেলায় পরদিন ১ মে থানায় নিখোঁজ ডায়েরিও করেন। জানানো হয় চাইল্ড লাইনেও। পুলিশ জানিয়েছে, আমিরুলের নিখোঁজের বিষয়টি বিভিন্ন থানাতে জানানো হয়েছে। সিআইডি-র কাছে ছবি-সহ তথ্য পাঠানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

amirul missing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE