বিনিয়োগের বিষয়ে বাসিন্দাদের সচেতন করতে সেমিনার হয়ে গেল হলদিয়ায়। আনন্দবাজার পত্রিকা এবং দ্য টেলিগ্রাফের সহযোগিতায় আইসিআইসিআই প্রুডেনশিয়াল মিউচ্যুয়াল ফান্ড হলদিয়ার গোল্ডেন রিট্রেট হোটেল ‘ইনভেস্টমেন্ট পাঠশালা’ নামে ওই সেমিনারের আয়োজন করেছিল।
শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইনভেস্টমেন্ট পাঠশালায় হলদিয়ার শতাধিক বাসিন্দা উপস্থিত হয়েছিলেন। সেখানে আইসিআইসিআই প্রুডেনসিয়াল মিউচ্যুয়াল ফান্ডের ক্লাস্টার হেড সঞ্জীব দে, খড়্গপুরের ব্রাঞ্চ ম্যানেজার শৈশব ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। বিনিয়োগ করলে কী ধরনের সুবিধা পাওয়া যাবে, বিনিয়োগের সঠিক সময় কখন এ সব বিস্তারিত আলোচনা করেছেন সঞ্জীববাবু। বিভিন্ন ফান্ড নিয়ে তিনি আলোচনা করেছেন।