এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে পড়শি চার যুবককে গ্রেফতার করল পুলিশ। সপ্তমীর গভীর রাতে ঘটনাটি ঘটেছে মেমারি থানার আইমাপাড়া গ্রামে।স্থানীয় সূত্রের খবর, দু’বছর আগে বছর বাইশের ওই বধূকে তাঁর স্বামী ছেড়ে চলে যান। দুই শিশুসন্তানকে নিয়ে পরিচারিকার কাজ করে কোনও মতে সংসার চালান ওই বধূটি। লিখিত অভিযোগে তিনি জানিয়েছেন, শনিবার রাত আড়াইটে নাগাদ টালির চাল খুলে ঘরে ভিতরে ঢোকে অভিযুক্তদেকর মধ্যে দু’জন। তারা দরজা খুলে দিলে আরও দু’জন ভিতরে আসে। দুই মেয়েকে নিয়ে তখন ঘুমিয়ে ছিলেন ওই বধূ। তাঁর মুখ বেঁধে খাট থেকে নামিয়ে পায়ার সঙ্গে দুই হাত বেঁধে দেয় দুষ্কৃতীরা। পরপর চার জনই তাঁকে ধর্ষণ করে। বধূ সংজ্ঞাহীন হয়ে পড়েন। নির্যাতিতা জানিয়েছেন, সকালে তাঁর পাঁচ বছরের মেয়ে উঠে তাঁকে ডাকাডাকি করলেও জ্ঞান ফেরেনি। বাচ্চার ডাকাডাকিতে প্রতিবেশীরা চলে আসেন। পুলিশ ওই বধূকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। তাঁর ডাক্তারি পরীক্ষাও হয়েছে। অভিযুক্ত সুনীল ঠাকুর, সন্তোষ মণ্ডল, অরুণ মুর্মু ও সুভাষ হাঁসদাকে পুলিশ গ্রেফতার করেছে।