সাইবার প্রতারণা সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য টোল ফ্রি নম্বর নিয়ে এল রাজ্য। এ বার থেকে রাজ্যবাসীরা এ সংক্রান্ত যে কোনও অভিযোগ টোল ফ্রি নম্বর ১৯৩০-এ ফোন করে জানাতে পারবেন। শুধু পশ্চিমবঙ্গই নয়, যে কোনও রাজ্যের মানুষই এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন বলে জানিয়েছেন মন্ত্রী।
বৃহস্পতিবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে রাজ্যের তথ্যপ্রযুক্তিমন্ত্রী বাবুল জানান, এখন থেকে ১৯৩০ নম্বরে ফোন করে সাইবার প্রতারণা সংক্রান্ত অভিযোগ জানানো যাবে। এই সুবিধা ব্যবহার করতে পারবেন ভিন্রাজ্যের বাসিন্দারাও। অন্য রাজ্যের কেউ ওই নম্বরে ফোন করে অভিযোগ জানালে সেখান থেকেই অভিযোগের কথা সংশ্লিষ্ট রাজ্যকে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন:
তবে ফেসবুক বা ইউটিউবের মতো সমাজমাধ্যমের কোনও অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে সংশ্লিষ্ট সংস্থার কাছেই অভিযোগ জানাতে হবে, এ কথাও জানিয়েছেন মন্ত্রী। বাবুল আরও জানান, তিনি নিজেও একাধিক বার এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন। অভিযোগ, ফেসবুকে বাবুলের নামে প্রায় ২৯-৩০টি ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে। অথচ এ বিষয়ে তিনি নিজেই কিছু জানেন না! ইউটিউবেও তাঁর নামে একটি চ্যানেল রয়েছে, যার অনুগামী সংখ্যা সাড়ে তিন লাখ পেরিয়ে গিয়েছে। অথচ সেই অ্যাকাউন্টটি নিজের চ্যানেল বলে প্রমাণও করতে পারছেন না বাবুল। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে এমনটাই জানিয়েছেন তিনি। পাশাপাশি, বাবুলের যুক্তি, যে হেতু ‘মেটা’ তাদের তথ্য পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে ভাগ করে না, ফলে এই সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ করতে অপারগ তাঁরা।
প্রসঙ্গত, সম্প্রতি সাইবার অপরাধের ঘটনা উত্তরোত্তর বেড়েই চলেছে। একের পর এক ডিজিটাল অ্যারেস্টের ঘটনায় লক্ষ লক্ষ টাকা খোয়া যাচ্ছে অনেকের। সেই প্রেক্ষাপটে সাইবার প্রতারণার অভিযোগ দায়ের করার পথ সহজ করে দিল রাজ্য।