প্রায় আড়াই মাস আগে নিখোঁজ হয়ে যায় দশ বছরের ছেলে। বহু খুঁজেও তার সন্ধান মেলেনি। শেষমেশ ‘আধার কার্ড’ মেলাল ছেলে আর বাবা-মা-কে। আধারের সূত্রে নিখোঁজের হদিস আগেও মিলেছে এ রাজ্যে। শুক্রবার তেমনই এক ঘটনার সাক্ষী থাকল পূর্ব বর্ধমানের কালনা শহরের একটি অনাথ আশ্রম।
নদিয়ার কালীগঞ্জের শেরপুর গ্রামের বাসিন্দা আজাই খান চলতি বছরের অক্টোবরে পূর্বস্থলী থানায় করা নিখোঁজ ডায়েরিতে জানান, গত ৪ অক্টোবর ছেলে আসিদুল খানকে নিয়ে স্থানীয় মেড়তলায় এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন তাঁরা। সেখান থেকেই খেলতে বেরিয়ে নিখোঁজ হয় আসিদুল। জন্ম থেকেই কথায় অস্পষ্টতা রয়েছে বালকের। অভ্যস্ত না হলে তার কথা বোঝা সম্ভব নয় বাইরের লোকের পক্ষে। ফলে, উদ্ধার হলেও কী করে তার সন্ধান মিলবে, তা নিয়ে বাড়তি চিন্তা ছিল পরিবারের।
শেরপুরের আদি বাসিন্দা হলেও আজাই বর্তমানে সপরিবার থাকেন দিল্লি লাগোয়া উত্তর প্রদেশের সাহিবাবাদে। ওই ঠিকানাতেই বাড়ির সকলের আধার কার্ড রয়েছে। সেখানে লোহা ভাঙা কেনাবেচার কাজ করেন আজাই। পূর্বস্থলী ছাড়াও পরিবারটি কালনা, হাওড়া, আজিমগঞ্জ-সহ নানা জায়গায় খোঁজ করে ছেলের হদিস পায়নি। শেষমেশ নভেম্বরে আজাই স্ত্রী গঞ্জরা বিবিকে নিয়ে ফিরে যান সাহিবাবাদে।