এ বারই প্রথম বার বিধায়ক হয়েছেন মুকুল রায়। গত ২ মে বিজেপি-র প্রতীকে কৃষ্ণনগর উত্তর থেকে জেতার পর ১১ জুন তিনি যোগ দেন তৃণমূলে। শুক্রবার বিধানসভার বাজেট অধিবেশনে যোগ দিতে এসে তৃণমূল পরিষদীয় দলের ঘরেই বেশ কিছু ক্ষণ বসে সতীর্থদের সঙ্গে কথা বলেন মুকুল। সূত্রের খবর, বিধানসভায় ফের তাঁর আসন বদল হতে পারে। কোভিড সংক্রমণের জন্য বিধায়কদের বসার ক্ষেত্রেও সামাজিক দূরত্ববিধি মেনে ব্যবস্থা করা হয়েছিল। মুকুলও বসেছিলেন সেই বিধি মেনেই। তাঁকে বসতে দেওয়া হয়েছিল গত বার যেখানে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ও ডোমকলের সিপিএম বিধায়ক আনিসুর রহমান বসতেন, সেখানে। বিধানসভার এক আধিকারিক জানিয়েছেন, এখনও আসন ঠিক না হলেও, মুকুলের আসন আবার বদল করা হবে।