Advertisement
০২ মে ২০২৪

আজ বিজেপি-র সভায় কৌতূহলের কেন্দ্রে মুকুল

অধীরের কথায়, ‘‘মুকুলের দল বদলের এই সিদ্ধান্তে তৃণমূলে বড় ভাঙন হবে। কারণ, দলের বিক্ষুব্ধরা মুকুলকে দেখে ভরসা পাবেন যে, দলনেত্রীর রক্তচক্ষু উপেক্ষা করেও বাঁচা যায়।’’

মুকুল রায়। —ফাইল চিত্র।

মুকুল রায়। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৭ ০৩:৩৫
Share: Save:

তৃণমূলের ‘তোষণ নীতি’র প্রতিবাদে আজ, শুক্রবার ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউয়ে সভা করবে বিজেপি। দল বদলের পর ওই সভাতেই প্রথম জনতার সামনে বক্তৃতা করবেন মুকুল রায়। সেখানে তিনি তৃণমূলের বিরুদ্ধে কী বলেন এবং তাঁর কত অনুগামী তা শুনতে আসেন, সে বিষয়ে দলে এবং রাজ্যের রাজনৈতিক শিবিরে কৌতূহল রয়েছে। আজকের সভায় মুকুল প্রচুর লোক আনতে না পারলে দলের অন্দরে তাঁর সাংগঠনিক দক্ষতার ‘মিথ’ নিয়ে প্রশ্ন উঠতে পারে। ফলে প্রতি জেলা থেকেই নিজের অনুগামীদের আনার জন্য মরিয়া চেষ্টা করছেন ওই নেতা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অবশ্য মনে করছেন, মুকুল বিজেপি-তে যাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। দেগঙ্গায় এ দিন প্রশ্নের জবাবে অধীর বলেন, ‘‘এই প্রথম দিদি বলছেন, পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূল ভাঙাচ্ছে। তার মানে, দিদি ভয় পেয়েছেন!’’ অধীরের কথায়, ‘‘মুকুলের দল বদলের এই সিদ্ধান্তে তৃণমূলে বড় ভাঙন হবে। কারণ, দলের বিক্ষুব্ধরা মুকুলকে দেখে ভরসা পাবেন যে, দলনেত্রীর রক্তচক্ষু উপেক্ষা করেও বাঁচা যায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mukul Roy BJP মুকুল রায়
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE