আগ্নেয়াস্ত্র পাচারের ‘বড়সড় পরিকল্পনা’ ব্যর্থ করল মুর্শিদাবাদ পুলিশ। চারটি অত্যাধুনিক পিস্তল, ৮টি ম্যাগাজিন এবং ৩০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার হয়েছেন দুই যুবক।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকেলে মুর্শিদাবাদের জলঙ্গির সাহেবরামপুর বাস স্টপেজে জয়প্রকাশ মণ্ডল এবং সুরজ মণ্ডল নামে দুই যুবককে আটক করা হয়। তাঁদের বাড়ি মালদহ জেলার বৈষ্ণবনগরের দেওনাপুকুর এবং ঠাকুরদাস মণ্ডলপাড়ায়। ওই দু’জনের কাছে একটি নাইলনের ব্যাগ মেলে। তাতেই পাওয়া গিয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং গুলি।
জানা গিয়েছে, অস্ত্র উদ্ধারের এই অভিযানটি যৌথ ভাবে চালায় মুর্শিদাবাদ পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ এবং জলঙ্গি থানার পুলিশ। অভিযুক্তেরা মালদহ থেকে বাসে করে এসে নামেন জলঙ্গিতে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আচমকা ওই জায়গায় তল্লাশি চালানো হয়। তাতেই উদ্ধার হয় চিনা লোগো লাগানো চারটি সেভেন এমএম পিস্তল, ৮টি ম্যাগাজিন এবং ৩০ রাউন্ড গুলি। বিকেলে ডোমকলের এসডিপিও শুভম বাজাজ সাংবাদিক বৈঠক করে জানান, আগ্নেয়াস্ত্র পাচারের বড়সড় পরিকল্পনা তাঁরা ভেস্তে দিয়েছেন। এডিপিও বলেন, ‘‘ধৃতদের শনিবার আদালতে হাজির করিয়ে সাত দিনের জন্য পুলিশ হেফাজতে চাওয়া হবে। অভিযুক্তদের বিরুদ্ধে জলঙ্গি থানায় মামলা রুজু করেছে পুলিশ।’’
আরও পড়ুন:
তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাংলাদেশে পাচারের জন্যই আগ্নেয়াস্ত্রগুলি আনা হয়েছিল। তবে ঠিক কোথা থেকে আনা হচ্ছিল, জলঙ্গি সীমান্তে সেগুলো কাদের হাতে তুলে দেওয়া হত, সেখান থেকে কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল, সে সবই তদন্তসাপেক্ষ। ধৃতদের পুলিশ হোফাজতে নিয়েই জেরা করলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।