বাংলার দুই কৃষককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের জলঙ্গির চল্লিশপাড়া চর এলাকায়। বিএসএফের দীর্ঘ চেষ্টা এবং পদক্ষেপে অবশেষে বাড়ি ফিরেছেন তাঁরা।
স্থানীয় সূত্রের খবর, গত রবিবার আবু সঈদ এবং কানু হালদার নামে দুই কৃষক জমিতে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়ে যান। পরে জানা যায়, তাঁদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী আটক করে চিলমারি ক্যাম্পে নিয়ে গিয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায়। দুই কৃষক পরিবার উৎকণ্ঠায় ভোগে। ওই ঘটনার কথা পাঁচকান হতেই ১৪৬ নম্বর বিএসএফ ক্যাম্পে যান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের সঙ্গে ছিলেন দুই কৃষকের আত্মীয়রা। দুই কৃষকের বর্ণনা এবং ঘটনার কথা জানিয়ে বিএসএফের কাছে তাঁদের উদ্ধারের জন্য আবেদন করেন তাঁরা।
বিএসএফ সূত্রে খবর, এর পর খোঁজখবর শুরু করে সীমান্তরক্ষী বাহিনী। জানা যায়, আটক করার খবরই ঠিক। তবে কী কারণে দুই কৃষকে আটক করা হয়, তা স্পষ্ট হয়নি। এর পর বিএসএফ ও বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিং শুরু হয়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আলোচনার ভিত্তিতে মঙ্গলবার দুই ভারতীয় কৃষককে ফিরিয়ে আনার বন্দোবস্ত হয়।
আরও পড়ুন:
শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, দুই কৃষককে বাড়িতে ফিরিয়ে আনতে পেরেছে বিএসএফ। স্বাভাবিক ভাবে খুশির হাওয়া দুই পরিবার-সহ গোটা গ্রামে।