কাজ থেকে ফিরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বেরিয়েছিলেন। বাড়িতে বলে গিয়েছিলেন, ‘ফিরতে একটু রাত হবে।’’ কিন্তু আর বাড়ি ফেরেননি বছর পঁচিশের সৌভিক বিশ্বাস। পরিবারের অভিযোগ, মদ্যপানের আসরে বন্ধুদের হাতে খুন হয়েছেন ওই যুবক। অভিযোগের ভিত্তিতে সৌভিকের তিন বন্ধুকে গ্রেফতার করেছে নদিয়ার হাঁসখালি থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সৌভিক। রাতে তাঁর বাড়িতে খবর যায় যে, তিনি গুরুতর অসুস্থ। সঙ্গে সঙ্গে পরিজনেরা সৌভিকের এক বন্ধুর বাড়ি থেকে তাঁকে উদ্ধার করেন। নিয়ে যাওয়া হয় হাঁসখালি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক সৌভিককে মৃত বলে ঘোষণা করেন।
যুবকের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। তবে রাতেই হাঁসখালি থানায় খুনের অভিযোগ করে পরিবার। তার ভিত্তিতে মৃতের তিন বন্ধুকে প্রথমে আটক করে পুলিশ। টানা জিজ্ঞাসাবাদের পরে তাঁদের সকলকেই গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় এক বন্ধুর বাড়িতে জড়ো হয়েছিলেন সৌভিক-সহ দু’জন। মদ্যপানের আসর বসেছিল। সেখানে সৌভিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বলে দাবি করেছেন তিন বন্ধু। কিন্তু ঠিক কী হয়েছিল, বলতে পারেননি বা বলতে চাননি তাঁরা। ঘটনার তদন্তে নেমে ধৃত তিন জনকে আদালতে হাজির করিয়েছে পুলিশ। হেফাজতে নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। অন্য দিকে, মৃতের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।