Advertisement
E-Paper

জমি বিবাদে চলল গুলি, জখম তিন জন

জমি নিয়ে দুই পক্ষের বিবাদে গুলি এবং ধারাল অস্ত্রের আঘাতে একই পরিবারের তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে নাকাশিপাড়ার বহিরগাছির ঘটনা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৬ ০২:৩৭
বহিরগাছির ঘটনায় গুলিবিদ্ধ খোরশেদ।— নিজস্ব চিত্র

বহিরগাছির ঘটনায় গুলিবিদ্ধ খোরশেদ।— নিজস্ব চিত্র

জমি নিয়ে দুই পক্ষের বিবাদে গুলি এবং ধারাল অস্ত্রের আঘাতে একই পরিবারের তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে নাকাশিপাড়ার বহিরগাছির ঘটনা। আহতরা হলেন খোরশেদ মণ্ডল, তাঁর স্ত্রী আয়েদা মণ্ডল এবং তাঁদের ছেলে মঙ্গল। জখম বাবা-ছেলে শক্তিনগরে হাসপাতালে চিকিৎসাধীন।

খোরশেদের ডান পায়ে হাঁটুর উপরে ছররা গুলি লেগেছে। পায়ের মাংসপেশী এবং কিছু শিরা কেটে গিয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছে। এ দিন অস্ত্রোপচার করে গুলি বার করা হয়েছে। খোরশেদ এখন বিপদমুক্ত। তাছাড়াও মঙ্গলের মাথায় ধারালো অস্ত্রের কোপ লেগেছে। খোরশেদের স্ত্রীর ডান হাত হাল্কা কোপে লেগেছে।

নদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) তন্ময় সরকার বলেন, “জমির দখলদারিকে কেন্দ্র করে গন্ডগোল। এই ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।”

পুলিশ সূত্রের খবর, একটি জমির দখলদারিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ধর্মদা লাগোয়া বহিরগাছির খোরশেদ মণ্ডলের সঙ্গে ধুবুলিয়ার রুকুনপুরের বাবলু শেখ, বাদশা শেখদের বিবাদ রয়েছে। এ দিন বাবলু শেখ, বাদশা শেখরা খোরশেদ মণ্ডলদের উপর হামলা চালায়। আক্রমণকারীরা ধর্মদা এলাকায় জমি কেনাবেচার ব্যবসা করে বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে।

আহত মঙ্গল মণ্ডল।

খোরশেদের বাড়ি বহিরগাছিতে। রুকুনপুরে বাবলু শেখ, বাদশা শেখদের বাড়ি। বহিরগাছি লাগোয়া ধর্মদা বাজারে বছর তিনেক আগে খোরশেদ ১৯ শতক জমি কেনেন। সেখানেই বাবলুরা কয়েক শতক জমি কিনেছেন। সেই জমির দখলদারিকে কেন্দ্রে করে দীর্ঘদিন থেকে উভয় পক্ষের বিবাদ চলছে। খোরশেদের দাবি, বাবলুদের যে জমি কেনার কথা বলছে তা একাধিকবার বিক্রি হয়েছে। এখানে তাঁদের কোনও জমিই নেই। অন্যদিকে বাবলুদের দাবি, সেখানে তাঁদেরও জমি রয়েছে। এ নিয়ে বুধবার দু’পক্ষের মধ্যে আলোচনাও হয়। এমনকী জমির মাপজোক হয়। তাতেও সমস্যা মেটেনি। বৃহস্পতিবার খোরশেদের ওপর আক্রমণ চলল। খোরশেদের স্ত্রী আয়েদার দাবি, “এ দিন সকাল পৌনে ৮টা নাগাদ বাবলু শেখ, বাদশা শেখ- সহ ১৪ জন সশস্ত্র অবস্থায় আমাদের বাড়িতে এসে স্বামীর খোঁজ শুরু করে। স্বামীকে বাড়ি না পেয়ে ছোট ছেলের মাথায় ধারাল অস্ত্রের কোপ মারে। আমি ও আমার জামাই ছেলেকে বাঁচাতে গেলে আমাদের ওপর হামলা করে। এরপরে তাঁরা বাজারে গিয়ে স্বামীর ওপর হামলা চালায়।’’

Firing Land occypying
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy