ভরদুপুরে এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার তৃতীয় শ্রেণির পড়ুয়া নাবালিকার নির্যাতনের ঘটনার খবর ছড়িয়ে পড়তে উত্তপ্ত হয়ে ওঠে নদিয়ার ধানতলা এলাকার পরিবেশ। ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। এর পর অভিযুক্ত ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ ওঠে এলাকার লোকজনের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধানতলা থানার পুলিশ। তারা অভিযুক্তকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। সেখানেই আপাতত চিকিৎসাধীন অভিযুক্ত যুবক। যদিও, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তি।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদিয়ার ধানতলা থানা এলাকায় শুক্রবার ৯ বছরের এক নাবালিকাকে শারীরিক নির্যাতনের দায় ওঠে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বছর ৩০-এর ওই যুবকই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করেছেন। খবর জানাজানি হতেই ক্ষেপে ওঠেন এলাকার লোকজন। স্থানীয়রা অভিযুক্তকে গাছে বেঁধে মারধর শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধানতলা থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে রানাঘাট মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়। যৌন হেনস্থার সমস্ত অভিযোগ পুলিশের কাছে অস্বীকার করেছেন অভিযুক্ত। ঘটনাটি তদন্ত করে দেখছে ধানতলা থানার পুলিশ।