২০১৬ সালে এসএসসি পরীক্ষার জন্য কঠোর প্রস্তুতি নিয়েছিলাম। সাফল্যও মিলেছিল। বরাবর শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছিলাম। সেই চাকরি পাওয়ায় স্বপ্ন পূরণ হয়েছিল। কিন্তু যোগ্য হয়েও চাকরি হারিয়ে সেই স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে। আবার একই চাকরির পরীক্ষা দিতে হচ্ছে। এ যে কী যন্ত্রণার, তা বলে বোঝানো যাবে না। তবু মনের জোর হারাইনি। তাই আজ পরীক্ষা দিলাম। ১৪ সেপ্টেম্বর একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্যও পরীক্ষা দেব।
আজ এসএসসি পরীক্ষার জন্য প্রশাসনের ভালই প্রস্তুতি নিয়েছে বলে মনে হয়েছে। রাস্তায় যানজটে আটকাতে হয়নি পরীক্ষার্থীদের। যানবাহনও পর্যাপ্ত ছিল। তীব্র গরমে বাস, অটোর জন্য ভুগতে হয়নি কারওকে। আমার অবশ্য বাড়ির কাছাকাছি পরীক্ষা কেন্দ্র ছিল। ফলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনও অসুবিধা হয়নি। পরীক্ষা কেন্দ্র ও হলে যে যে ব্যবস্থা মজুত রাখার কথা বলা হয়েছিল, সবই ঠিকঠাক ছিল। স্কুল সার্ভিস কমিশনের তরফে দেওয়া নির্দেশও পালিত হয়েছে। প্রশ্ন সহজ ছিল। উত্তর লিখতে অসুবিধা হওয়ার কথা নয়। ভাল প্রশ্ন হওয়ায় কাট অফ মার্ক কেমন হবে, তার উপরেই সাফল্য নির্ভর করছে। কাট অফ মার্ক নিয়ে একটা চিন্তা তো থেকেই গেল। বিনা দোষে আমার মতো যাদের চাকরি চলে গিয়েছে আমি চাই তারা সকলে যেন এই পরীক্ষায় সফল হয়। আবার হইহই করে সকলে কাজে যোগ দিক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)