ইটবোঝাই ট্র্যাক্টরের ধাক্কায় প্রাণ গেল এক কিশোরের। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে নবগ্রাম থানার অন্তর্গত অমৃতকুণ্ডু রাজ্য সড়কে। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে মহরুল এলাকার বাসিন্দা সুইট শেখ নামে এক কিশোর বাইক নিয়ে বহরমপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় নবগ্রামের অমৃতকুণ্ডু রাজ্য সড়কে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্র্যাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়েরা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, শিবপুর এলাকায় টোলপ্লাজাকে ফাঁকি দেওয়ার জন্য অনেক গাড়ি এখন জাতীয় সড়ক ছেড়ে ওই এলাকার রাজ্য সড়ক ব্যবহার করছে। গ্রামের ছোট রাস্তা দিয়ে বেপরোয়া ভাবে বড় বড় গাড়িগুলি যাওয়ার জন্য প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটছে। তাঁরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও কড়া হাতে ট্র্যাফিক নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।