Advertisement
০৪ অক্টোবর ২০২৪
Smuggler arrested

পাচারের আগে উদ্ধার ২২ কেজি গাঁজা! নবগ্রামে ধৃত পাচারকারী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ বিলবসিয়া এলাকার খড়িকাডাঙা গ্রামের বাসিন্দা রিয়াউল মণ্ডল।

গাঁজা পাচার করতে গিয়ে গ্রেফতার এক ব্যক্তি।

গাঁজা পাচার করতে গিয়ে গ্রেফতার এক ব্যক্তি। প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
নবগ্রাম শেষ আপডেট: ২৫ মে ২০২৩ ২৩:২৪
Share: Save:

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে তল্লাশি চালিয়ে ২২ কেজি ৬০০ গ্রাম গাঁজা-সহ এক বক্তিকে গ্রেফতার করল মুর্শিদাবাদের নবগ্রাম থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার আদালতে হাজির করানো হলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ বিলবসিয়া এলাকার খড়িকাডাঙা গ্রামের বাসিন্দা রিয়াউল মণ্ডল নামে পঞ্চান্ন বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করে। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে গাঁজা। ধৃত ব্যক্তি উত্তরবঙ্গের এক পাচারকারীর কাছ থেকে গাঁজা সংগ্রহ করে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল বলে পুলিশ সূত্রে দাবি। পাচারের ঠিক আগে গাঁজা বাজেয়াপ্ত করে পাচারকারীদের ছক বানচাল করল পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Weed Smuggling Nabagram
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE