স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় তাঁকে বাপের বাড়িতে পাঠিয়েছিলেন স্বামী। তবে সেই স্বামী ততদিনে হয়ে উঠেছিলেন অন্যের প্রেমিক। প্রথম স্ত্রীকে লুকিয়ে দ্বিতীয় বিয়ে করে ফেলেন। আর তার পরেই দেন চম্পট। সব জানতে পেরে স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসেছেন প্রথম পক্ষের স্ত্রী। শুক্র বার মুর্শিদাবাদের ডোমকলের মানিকনগরের ঘটনা।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে খবর, বছর তিনেক আগে পানিপিয়া এলাকার এক যুবতীর সঙ্গে বিয়ে হয়েছিল মানিকনগরের নুরাবুল আলমের। পেশায় তিনি রাজমিস্ত্রি। প্রায় এক বছর আগে অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়েছিলেন নুরাবুল। আর এর মাঝেই পরকীয়ায় জড়িয়ে গোপনে বিয়ে সারেন যুবক। এদিকে প্রথম পক্ষের স্ত্রী আট মাসের পুত্র সন্তানকে নিয়ে শ্বশুর বাড়ির এলাকায় ফিরলে জানতে পারেন স্বামীর কীর্তির কথা। জানা যায়, দ্বিতীয় স্ত্রীকে নিয়ে মানিকপুরের বাড়িতেই সংসার পেতেছিলেন নুরাবুল। তবে প্রথম স্ত্রী আসার খবর পেয়েই চম্পট দিয়েছিলেন তাঁরা। নিজের অধিকার চেয়ে শ্বশুর বাড়ির সামনেই ধর্নায় বসেছিলেন প্রথম স্ত্রী। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।