Advertisement
০৪ মে ২০২৪
Adhir Chowdhury

তৃণমূল কর্মীকে ‘হেনস্থা’! অধীরকে হাজিরা দিতে হল থানায়, বেরিয়ে পুলিশকে ‘শাবাশি’ও জানালেন সাংসদ

গত ১৩ এপ্রিল বহরমপুরে নতুনবাজার এলাকায় এক তৃণমূল কর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন অধীর। ওই যুবককে মারধরের অভিযোগও ওঠে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে।

অধীর চৌধুরী।

অধীর চৌধুরী। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৪ ১৮:১২
Share: Save:

তৃণমূল কর্মীকে ‘হেনস্থা’র অভিযোগে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে তলব করেছিল পুলিশ। সোমবার বহরমপুর পুলিশের সেই তলবে সাড়া দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সেখান থেকে বেরোনোর সময় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। বললেন, ‘‘শাবাশ বহরমপুর থানার পুলিশ। অতিসক্রিয়তা দেখিয়ে যে ভাবে আমার বিরুদ্ধে অনৈতিক পদক্ষেপ করা হল, এ রকম যদি শহরের দুষ্কৃতীদের বিরুদ্ধে করা হত, তা হলে খুবই ভাল হত।’’

গত ১৩ এপ্রিল বহরমপুরে নতুনবাজার এলাকায় এক তৃণমূল কর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন অধীর। ওই যুবককে মারধরের অভিযোগও ওঠে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে। প্রকাশ্যে একটি ভিডিয়োয় (সেটির সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি) যুবকের জামার কলারও ধরতে দেখা যায় অধীরকে। সেই ঘটনায় অভিযোগ দায়ের হয় বহরমপুর থানায়। অধীর ও কংগ্রেসের কয়েক জনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলাও রুজু হয়। তার ভিত্তিতেই অধীরকে বহরমপুর থানায় ডেকে পাঠানো হয়েছিল। থানায় হাজিরা দিয়ে অধীর বলেন, ‘‘তিলকে তাল করছে বহরমপুর থানার পুলিশ। আমার বিরুদ্ধে মামলা করাই নয়, আমাকে থানায় ডেকেও পাঠাচ্ছে! এত বড় অন্যায় করে ফেলেছি আমি যে, থানায় হাজিরা দিয়ে তার ব্যাখ্যা দিতে হবে!’’

এ নিয়ে মুর্শিদাবাদ সংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বলেন, ‘‘পরাজয়ের আতঙ্ক গ্রাস করেছে অধীর চৌধুরীকে। বিনা কারণে মাথাগরম করে ফেলছেন। ভোটে পরাজয়ের ভয়ে ভুলভাল বকছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

adhir chowdhury
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE