Advertisement
১৮ এপ্রিল ২০২৪
adhir chowdhury

‘বাংলার সংস্কৃতির পরিপন্থী’, নড্ডার উপর হামলার নিন্দায় অধীর

সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন অধীর চৌধুরী।

সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী। নিজস্ব চিত্র

সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদাদাতা
বহরমপুর শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২০ ২০:১৬
Share: Save:

বিজেপি সভাপতি জেপি নড্ডার উপর আক্রমণের ঘটনার নিন্দা করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শুক্রবার বহরমপুরে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘‘রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু কোনও অবস্থাতেই গুন্ডাগিরি, হিংসার ঘটনা কাম্য নয়। এই ঘটনা বাংলার সংস্কৃতির পরিপন্থী। এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা।’’

তিনি আরও বলেন, ‘‘এক দিকে মুখ্যমন্ত্রী যখন বলছেন এই ঘটনা বিজেপির নাটক, সেখানে অন্য দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, তা হলে আমরা কার কথা বিশ্বাস করব? ’’ বৃহস্পতিবারের ঘটনাকে বহরমপুরের সাংসদ 'পরিকল্পিত হামলা' বলে উল্লেখ করেন। এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ তাঁর।

বাংলায় আগামী নির্বাচনকে সামনে রেখে বিজেপি এবং তৃণমূল বাংলার ভোটকে ভাগ করতে চাইছে বলেও মনে করেন তিনি। তার কথায়, একজন সাম্প্রদায়িকতার তত্ত্ব দিয়ে ও অন্যজন বহিরাগত তত্ত্ব সামনে রেখে নির্বচনে ঝাঁপিয়ে পড়েছেন।

আরও পড়ুন: আপাতত আর উলেনের দেহের ময়নাতদন্ত নয়, জানাল জেলা আদালত

আরও পড়ুন: উচ্চপ্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া বাতিল, নতুন মেধাতালিকা তৈরির নির্দেশ হাইকোর্টের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

adhir chowdhury JP Nadda BJP Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE