মে মাসের প্রথম সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আসার কথা আছে জেলার ধুলিয়ানে। তার আগে তাড়াতাড়ি করে বেতবোনা যাওয়ার রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী আসবেন বলেই তড়িঘড়ি এই কাজ করা হচ্ছে বলে এলাকার বাসিন্দাদের দাবি। যদিও পুরসভার দাবি, এমনিতেই এই কাজ করা হত।
গত ১২ এপ্রিল সংশোধিত ওয়াকফ বিলের প্রতিবাদ মিছিল থেকে এক দল দুষ্কৃতী ধুলিয়ানের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের বাড়ি ও দোকানপাট লুট করে, আগুন ধরিয়ে দেয়। খুন করা হয় একটি পরিবারের বাবা ও ছেলেকে। অনেকে বাড়ি ছাড়েন আতঙ্কে। তার পরে রাজ্যপাল সিভি আনন্দ বোস ও জাতীয় মহিলা কমিশন থেকে শুরু করে একে একে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে এসেছেন পরিদর্শনে। এ বারে আসবার কথা মুখ্যমন্ত্রীর।
ধুলিয়ান পুরসভার পুরপ্রধান ইনজামামুল ইসলাম বলেন, ‘‘রাস্তার কাজ আমরা করছি, কারণ খারাপ হয়েছিল। এক মাস আগেই টেন্ডার হয়েছিল। ঠিকাদার কাজ শুরু করেছে। ধুলিয়ানের প্রায় সব খারাপ রাস্তার কাজ হবে। তার টেন্ডার হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)