পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু। অল্প দিনের মধ্যেই শ্রমিক সরবরাহকারী ঠিকাদার। ‘বাংলাদেশি’ বিতর্কে কাজ ছেড়ে ফিরেও আসতে হয়েছে বাড়িতে। রুজির টানে অস্ত্র ব্যবসায় হাতেখড়ি। এ বার পুলিশের অভিযানে অস্ত্র-সহ গ্রেফতার সেই যুবক।
মুর্শিদাবাদের বেলডাঙর পুরসভার নেতাজি পার্কের কাছে নিউ হসপিটাল রোড এলাকা থেকে ওই যুবককে একটি ৭ এমএম পিস্তল, একটি পাইপ গান, দু’টি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি এবং ৫৫০ গ্রাম বারুদ-সহ গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তির নাম হাসিবুর রহমান ওরফে সেন্টু। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের ২৫ এবং ২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। ওই ব্যক্তি কোথা থেকে এত আগ্নেয়াস্ত্র এবং বারুদ পেয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে সোমবার বহরমপুর আদালতে পেশ করা হলেন বিচারক সাত দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর বিয়াল্লিশের হাসিবুর দেশের বিভিন্ন রাজ্যে নির্মাণ শ্রমিক সরবরাহের ঠিকাদার হিসেবে কাজ করতেন। গত প্রায় ২০ বছর ওই ব্যক্তি মুম্বইয়ে বিভিন্ন নির্মাণ সংস্থায় প্রথম দিকে রাজমিস্ত্রির কাজ করতেন। সম্প্রতি ‘বাংলাদেশি’ নিয়ে বিতর্কে বাড়ি ফিরে এসে বেলডাঙার জানকিনগর গ্রামে নিজের বাড়িতেই থাকতেন। বেলডাঙার এসডিপিও বলেন, ‘‘সম্প্রতি আমরা গোপন সূত্রে খবর পাই, হাসিবুর আগ্নেয়াস্ত্র ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছেন। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে বেলডাঙা থানার সাদা পোশাকের পুলিশের একটি দল নেতাজি পার্ক সংলগ্ন এলাকায় হানা দেয়। সেখান থেকেই ওই ব্যক্তিকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছে।’’