দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুশির খবর শোনালো রেল। প্রায় ন’মাস পরে ভারতীয় রেলের হাওড়া শাখার আজিমগঞ্জ-রামপুরহাট, আজিমগঞ্জ-মালদহ ও আজিমগঞ্জ কাটোয়া রুটে প্যাসেঞ্জার ট্রেন চালু হবে ২ ডিসেম্বর থেকে। শুধু প্যাসেঞ্জার ট্রেনই নয়, ডিসেম্বরের প্রথম থেকেই চাকা গড়বে আজিমগঞ্জ-হাওড়া ভায়া রামপুরহাট গণদেবতা এক্সপ্রেসেরও। এ কথা জানিয়েছেন আজিমগঞ্জ জংশন স্টেশনের স্টেশন ম্যানেজার কৃষ্ণাশিস চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশ মিলেছে, ডিসেম্বর মাসের দুই তারিখ থেকেই অল্প কিছু প্যাসেঞ্জার ট্রেন চালু
করা হবে।’’ তার উপরে আজই রাতে লালগোলা আসছে ভাগীরথী এক্সপ্রেস। প্রায় ন’মাস পর ভাগীরথী এক্সপ্রেসে হুইসল বাজবে লালগোলা স্টেশনে। ভাগীরথী এক্সপ্রেস চালু হওয়ার খবর শুনে খুশি তামাম মুর্শিদাবাদবাসী।
রেল সূত্রে খবর, আজিমগঞ্জ-রামপুরহাট রুটে সারা দিনে মোট সাতটি প্যাসেঞ্জার ট্রেন চলত তার মধ্যে এই মুহুর্তে দু’টো প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে একটি সকালে ও একটি সন্ধ্যা নাগাদ। আজিমগঞ্জ-মালদহ রুটে সারা দিনে মোট ছয়টি প্যাসেঞ্জার ট্রেন চলত, কিন্তু এখন মাত্র দু’টো প্যাসেঞ্জার ট্রেনই চলবে এবং আজিমগঞ্জ-কাটোয়া রুটে রোজ মোট সাতটি প্যাসেঞ্জার ট্রেন চলত তার মধ্যে আপাতত চারটি প্যাসেঞ্জার ট্রেনই চলবে। তবে, গণদেবতা এক্সপ্রেস চালু হলেও তাতে সাধারণ কামরা থাকবে না সমস্ত কামরাই থাকবে সংরক্ষিত। সংরক্ষিত টিকিট নিশ্চিত হলে তবেই ট্রেনে সফর করতে পারবেন যাত্রীরা।