Advertisement
০৩ মে ২০২৪
Congress Protest

বিক্ষোভ বহরমপুর ব্লক কংগ্রেসের

বহরমপুর ব্লক কংগ্রেসের দাবি, নওদানাপুর অঞ্চলের বেজপাড়ার কংগ্রেস কর্মী আসমত শেখকে জামিন অযোগ্য ধারায় মিথ্যা মামলায় পুলিশ গ্রেফতার করেছে।

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
 বহরমপুর শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ০৫:২৪
Share: Save:

দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো, বহরমপুর শহরে দলের দেওয়াল লিখন মুছে দেওয়া সহ একাধিক অভিযোগ তুলে বহরমপুর থানায় বিক্ষোভ দেখাল বহরমপুর ব্লক কংগ্রেস। মঙ্গলবার দুপুরে বহরমপুর থানায় তাঁরা বিক্ষোভ দেখান। একই সঙ্গে তাঁরা উপদ্রুত এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে রুট মার্চ করানোর দাবি তুলেছেন। পুলিশ অবশ্য পুরো ঘটনা খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দিয়েছে।

বহরমপুর ব্লক কংগ্রেসের দাবি, নওদানাপুর অঞ্চলের বেজপাড়ার কংগ্রেস কর্মী আসমত শেখকে জামিন অযোগ্য ধারায় মিথ্যা মামলায় পুলিশ গ্রেফতার করেছে। তাঁকে অবিলম্বে মুক্তি দিতে হবে। দলের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো বন্ধ করতে হবে। গত পঞ্চায়েত নির্বাচনে যে যে সব এলাকায় বুথ দখল হয়েছিল, সেই সব এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুট মার্চ করাতে হবে। রবিবার রাতে বহরমপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কংগ্রেসের দেওয়াল লিখন মুছে নিজেদের নাম লিখে দিয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।

বহরমপুর ব্লকের ৩৩টি বুথের তালিকা দিয়ে জানানো হয়েছে গত পঞ্চায়েত নির্বাচনে এই সব এলাকায় বুথ দখল করেছিল তৃণমূল। এই সব বুথ এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে রুট মার্চ করাতে হবে।

যদিও বহরমপুর শহর তৃণমূল নেতৃত্ব কংগ্রেসের তোলা অভিযোগ অস্বীকার করেছে। বহরমপুর শহর তৃণমূলের সভাপতি বাবন রায় বলেন, ‘‘তাঁরা ভিত্তিহীন অভিযোগ করেছেন। এমন কাজ আমাদের কেউ করে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Berhampore
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE