সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন বাংলাদেশি যুবক। অভিযোগ এমনটাই। কিন্তু শেষরক্ষা হল না। তার আগেই তাঁকে আটক করল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। ইতিমধ্যেই ওই যুবককে আটক করে তেহট্ট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার নদিয়ার তেহট্ট থানার খানজিপুর সীমান্তে ঘটনাটি ঘটেছে। সীমান্ত রক্ষী বাহিনী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম জসিম হুসেন। বাড়ি বাংলাদেশের ঢাকায়। অভিযোগ, গত বেশ কিছু দিন ধরেই বাংলাদেশ থেকে বহু মানুষ চোরাপথে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছেন। সে কারণে সীমান্তে নজরদারিও বাড়়িয়েছে বিএসএফ। সে রকমই, শনিবার রাতে খানজিপুর সীমান্তে টহল দেওয়ার সময় বিএসএফ কর্মীরা দেখেন, এক যুবক কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছেন। সঙ্গে সঙ্গে প্রহরারত জওয়ানেরা গিয়ে ওই যুবককে আটক করেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ধৃতের বাড়ি বাংলাদেশের ঢাকায়।
আরও পড়ুন:
বিএসএফ সূত্রে খবর, ভারতে আসার বৈধ কাগজপত্র দেখতে চাইলে ওই যুবক তাও দেখাতে পারেননি। এর পরেই তাঁকে আটক করে সীমান্ত রক্ষী বাহিনী। অভিযুক্তকে তুলে দেওয়া হয় তেহট্ট থানার পুলিশের হাতে। ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতকে জেরা করে জানার চেষ্টা চলছে তিনি কী উদ্দেশ্যে অবৈধ ভাবে ভারতে আসছিলেন। কার কাছে যাচ্ছিলেন, খোঁজ নিয়ে দেখা হচ্ছে তা-ও।