Advertisement
E-Paper

গরু পাচার করতে গিয়ে যুবক গুলিবিদ্ধ নদিয়ার ধানতলায়, কাদের হামলা? কারণ ঘিরে রহস্য

বিএসএফের তরফে নদিয়ার ধানতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাতে গুলি চালানোর কথা স্বীকার করা হয়েছে। তবে কেউ গুলিবিদ্ধ হয়েছেন কি না, তা নিশ্চিত করা হয়নি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০২৩ ১৪:৪৮
BSF fires at alleged cattle smugglers at Dhantala of Nadia

সীমান্তে জখম গরু পাচারকারী। — ফাইল চিত্র।

সীমান্তে গরু পাচারের চেষ্টা করতে গিয়ে গুলিবিদ্ধ হলেন এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক ভর্তি হাসপাতালে। রবিবার এই ঘটনা ঘটেছে নদিয়ার ধানতলা থানা এলাকার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। এ নিয়ে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র তরফে একটি অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। তাতে গুলি চালানোর কথা স্বীকার করা হয়েছে। তবে কাদের গুলিতে ওই যুবক জখম হলেন, তা নিয়ে নিশ্চিত নয় বিএসএফ।

বিএসএফের তরফে নদিয়ার ধানতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাতে গুলি চালানোর কথা স্বীকার করা হয়েছে। তবে কেউ গুলিবিদ্ধ হয়েছেন কি না, তা নিশ্চিত করে বলা হয়নি। বিএসএফ জানিয়েছে, চার রাউন্ড গুলি চালানো হয়েছে। বিএসএফের অভিযোগ, রবিবার ধানতলা থানা এলাকার বাংলাদেশ সীমান্তবর্তী কাঁটাতার পেরিয়ে পাঁচটি গরু পাচার করার চেষ্টা করছিলেন নদিয়ার ধানতলা থানার বরণবেড়িয়া এলাকার যুবক নাম পার্থ ঢালি। গুলিবিদ্ধ অবস্থায় পার্থকে উদ্ধার করে প্রথমে দত্তফুলিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করানো হয়।

গরু পাচার করতে গিয়ে গুলিবিদ্ধ হওয়ার কথা স্বীকার করেছেন পার্থ। তবে গুলি কারা চালিয়েছিল, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। পার্থ বলেন, ‘‘পাঁচটি গরু নিয়ে আমাকে সীমান্তে পৌঁছে দিতে বলা হয়েছিল। এর আগে কোনও দিন যাইনি। জীবনে এই প্রথম। তার পর হঠাৎ গুলি চলতে শুরু করল। আমার দু’টি গুলি লেগেছে। কারা গুলি চালিয়েছে বলতে পারব না।’’

বিএসএফের ডিআইজি (দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ার) এ কে আর্য বলেন, ‘‘পাচারকারীদের রুখতে প্রথমে রাবার বুলেট ছোড়া হয়। পরবর্তী কালে চার রাউন্ড গুলি চালানো হয়েছে। তবে সেই বুলেটে কারও আঘাত লেগেছে কি না, নিশ্চিত করা যাচ্ছে না।’’

রানাঘাট পুলিশ জেলার সুপার কে কান্নান বলেন, ‘‘বিএসএফের তরফে থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা গোটা ঘটনার তদন্ত করে দেখছি।’’

BSF Cattle Smuggling injured
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy