সাধারণ ধর্মঘটে আজ সবচেয়ে নাকাল হতে চলেছেন বাসযাত্রীরা। কেননা বিভিন্ন শ্রমিক ও কর্মচারী সংগঠনের একযোগে ডাকা এই ধর্মঘটে সাড়া দিয়ে তাঁরা বাস চালাবেন না বলে জানিয়ে দিয়েছেন বাসকর্মীরা। ফলে আজ, বৃহস্পতিবার নদিয়া জেলায় অধিকাংশ বাস চলবে না বলে জানিয়ে দিয়েছেন বেসরকারি বাস মালিকেরা। তবে ব্যতিক্রম হিসাবে চাকদহের বাস মালিক সমিতি বাস চালানোর চেষ্টা করবে বলে জানিয়েছে। বেশির ভাগ জায়গায় অটো এবং টোটোও চলবে বলে বুধবার রাত পর্যন্ত খবর।
জেলার ব্যবসায়ী সংগঠনের কর্তারাও জানিয়েছেন, তাঁরা ধর্মঘটের কারণগুলি সমর্থন করছেন। সংগঠনগত ভাবে তাঁরা ধর্মঘটের বিরোধিতা করবেন না। রাস্তায় নেমে জোর করে ধর্মঘটের বিরোধিতা করবে না বলে জানিয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠনও। আরএসএস অনুগামী শ্রমিক সংগঠনও বিরোধিতা করবে না বলে জানিয়ে দিয়েছে। ফলে ধর্মঘটের ‘সাফল্য’ নিয়ে আত্মবিশ্বাসী ধর্মঘটী শ্রমিক সংগঠনগুলি।
সাধারণ ধর্মঘট সফল করতে গত কয়েক দিন ধরে লাগাতার মিটিং-মিছিল গিয়েছে বাম শ্রমিক সংগঠনগুলি। কংগ্রেস অনুগামী শ্রমিক সংগঠনও রাস্তায় নেমেছে। সিপিঅম প্রভাবিত সিটু-র জেলা সভাপতি অমল ভৌমিকের দাবি, “এ বারের ধর্মঘট হবে সর্বাত্মক। আমরা সর্বশক্তি দিয়ে রাস্তায় নেমে মানুষের কাছে অনুরোধ রাখব এই ধর্মঘটে য়োগ দেওয়ার জন্য।”