Advertisement
০৬ মে ২০২৪

লটারির নেশায় দেনা, আত্মঘাতী

দেনার দায়ে আত্মঘাতী হলেন এক সব্জি ব্যবসায়ী। বুধবার সকালে নিজের বাড়িতেই কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন অখিল সাহা (৩৭) নামে ওই ব্যবসায়ী। তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান তিনি।

নিজস্ব সংবাদদাতা
রঘুনাথগঞ্জ শেষ আপডেট: ০২ জুলাই ২০১৫ ০০:৫৯
Share: Save:

দেনার দায়ে আত্মঘাতী হলেন এক সব্জি ব্যবসায়ী। বুধবার সকালে নিজের বাড়িতেই কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন অখিল সাহা (৩৭) নামে ওই ব্যবসায়ী। তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান তিনি। মৃতের বাড়ি সাগরদিঘির উত্তর রামনগর গ্রামে। তাঁর স্ত্রী শেলি সাহা জানান, লটারির নেশা পেয়ে বসেছিল তাঁর স্বামীকে। বহুদিন আগে একবার লটারিতে ৩ লক্ষ টাকা পুরস্কার পেয়েছিলেন তিনি। সেই লোভ থেকেই প্রতিদিন শতাধিক টাকার লটারির টিকিট কাটা অভ্যেসে পরিণত হয়েছিল তাঁর। ফলে বাজারে প্রায় ২ লক্ষ টাকা দেনা হয়ে গিয়েছিল। দেনার দায়ে বাড়িতে চড়াও হয়ে নিত্য দিনই গালমন্দ করছিলেন মহাজনেরা। বুধবার তা সইতে না পেরে কীটনাশক খান। তিনি জানান, দিন তিনেক আগেও আত্মহত্যার চেষ্টা করেন তিনি। সে যাত্রায় কোনও রকমে রক্ষা পান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE