Advertisement
২০ মে ২০২৪

ফের প্রার্থী বদলের দাবি

বহিরাগতর বদলে স্থানীয় কাউকে প্রার্থী করার দাবিতে কালীগঞ্জে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের কর্মীদের একাংশ। বুধবার বিকালে কালীগঞ্জের পলাশিতে এবং বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জের বড়চাঁদঘর এলাকায় বিক্ষোভ মিছিল বের হয়।

নিজস্ব সংবাদদাতা
কালীগঞ্জ শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৬ ০৩:১২
Share: Save:

বহিরাগতর বদলে স্থানীয় কাউকে প্রার্থী করার দাবিতে কালীগঞ্জে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের কর্মীদের একাংশ। বুধবার বিকালে কালীগঞ্জের পলাশিতে এবং বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জের বড়চাঁদঘর এলাকায় বিক্ষোভ মিছিল বের হয়। বৃহস্পতিহবার বিকেলে পলাশি-তেহট্ট রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখানো হয়। তাঁদের দাবি, কাবিল উদ্দিন শেখ স্থানীয় ছিলেন। তাঁকে পছন্দ না হলে স্থানীয় কাউকে প্রার্থী করা হোক। তবে কখনওই বহিরাগত প্রার্থীকে তাঁরা মেনে নেবেন না।

যদিও কালীগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি মিসবাহুল ইসলাম বলেন, “প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে হাসানুজ্জামান শেখকে কালীগঞ্জের প্রার্থী করা হয়েছে। তাঁর হয়ে প্রচারও করছি। যাঁরা হাসানুজ্জামানের বিরোধিতায় বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁরা দলের কেউ নয়।”

প্রসঙ্গত গত ১৮ মার্চ কালীগঞ্জ বিধানসভাকেন্দ্রের প্রার্থী হিসাবে কলকাতা পুলিশ থেকে অবসর নেওয়া কনস্টেবল কাবিল উদ্দিন শেখের নাম ঘোষণা করে কংগ্রেস। কিন্তু পর দিনই কালীগঞ্জে কংগ্রেস কর্মীদের একাংশ প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখান। শেষ পর্যন্ত মঙ্গলবার কাবিল উদ্দিন শেখের পরিবর্তে মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা হাসানুজ্জামান শেখকে প্রার্থী ঘোষণা করে কংগ্রেস। এর পরেই বুধবার ও বৃহস্পতিবার কংগ্রেসের কিছু কর্মী বিক্ষোভ দেখান। কাবিলউদ্দিন শেখ অবশ্য এ দিন বলেন, “এই বিক্ষোভ মিছিলের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। দলের পাশেই আছি। তাঁরা হয়তো স্বতস্ফূর্ত ভাবে নিজেদের ক্ষোভের কথা প্রকাশ করছেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

candidate election congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE