তৃণমূলের পর এ বার নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। কাবিলউদ্দিন শেখকে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে প্রার্থী করেছে হাত শিবির। তাদের প্রার্থীকেই সমর্থন করা হবে বলে জানিয়ে দিয়েছে বামফ্রন্ট। শুক্রবার ফন্টের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানান সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ, খারিজ করা হল সিপিএমের দাবি।
কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বাম ও কংগ্রেসের মধ্যে জোট হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। ঘটনার সূত্রপাত, মঙ্গলবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের একটি মন্তব্য থেকে। তিনি এক প্রকার বলেই দিয়েছিলেন যে, ওই আসনে সিপিএমের প্রতীকে প্রার্থী দাঁড় করাবেন তাঁরা। বামফ্রন্টের সঙ্গে আলোচনা না-করেই সেলিমের এই ঘোষণা নিয়ে মতবিরোধ দেখা দেয় শরিক দলগুলির মধ্যেই। দফায় দফায় বৈঠক হয় বামফ্রন্টের অন্দরে।
সেলিমের মতপ্রকাশের পরেই বুধবার বৈঠকে বসেছিল বামফ্রন্ট। কংগ্রেসের সঙ্গে জোটে লড়বে না কি সিপিএম আলাদা প্রার্থী দেবে, সেটাই ছিল আলোচ্য বিষয়। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে এ নিয়ে ঐকমত্যে পৌঁছোতে পারলেও ফ্রন্টের বৈঠকে বেঁকে বসে শরিকেরা। বুধবারের বৈঠকে কোনও রফাসূত্র বার হয়নি। তবে তারা যে সিপিএমের দাবি মানছে না, তা এক প্রকার স্পষ্টই করে দিয়েছিল। জানানো হয়, পরবর্তী বৈঠকেই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শুক্রবার জোট নিয়ে জট কাটানোর সেই বৈঠকে বসেছিল বামফ্রন্ট। বৈঠকের নির্যাস, জোটেই সায় দেবে তারা। সিপিএমের দাবি কার্যত উড়িয়ে দিয়ে কংগ্রেস প্রার্থীকেই সমর্থন করার সিদ্ধান্ত নেওয়া হয় ফ্রন্টের বৈঠকে। শরিকদের চাপে পিছু হটতে হল সেলিমদের।
আরও পড়ুন:
মঙ্গলবার পূর্ব বর্ধমানে দলীয় কর্মসূচির ফাঁকে জোটের প্রশ্নে সেলিম বলেন, ‘‘আমরা মনে করি ওখানে (কালীগঞ্জে) বামফ্রন্টের সিপিএম প্রার্থী হলে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে জুতসই লড়াই হবে। বুধবার রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক রয়েছে। তার পর বামফ্রন্টে সিদ্ধান্ত হবে। আমরা কংগ্রেসের সঙ্গেও কথা বলব। তাদের জানিয়েই ওখানে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী দেওয়া হবে।’’ এই ঘোষণা নিয়ে শোরগোল পড়ে যায় বামফ্রন্টের অন্দরে।
১৯৭৭ থেকে ২০১১ সাল পর্যন্ত কালীগঞ্জে লড়ত আরএসপি। ২০১৬ এবং ২০২১ সালের ভোটে বামেদের সমর্থনে লড়েছিল কংগ্রেস। ২০১৬ সালে জয়ও পেয়েছিলেন কংগ্রেস প্রার্থী। এ বারের উপনির্বাচনে জোট হবে কি না, তা নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। শুক্রবার সেই জট কাটল।