Advertisement
০৩ মে ২০২৪

নির্মল বিদ্যালয় নওদার ডাঙাপাড়া

নির্মল বিদ্যালয় পুরস্কার পেল ডাঙাপাড়া মুক্তারপুর হাইস্কুল। নওদা চক্রের স্কুলগুলিতে টপকে ওই পুরস্কার ছিনিয়ে নেয় ওই স্কুল। বৃহস্পতিবার বহরমপুরের রবীন্দ্রসদনে আয়োজিত এক অনুষ্ঠানে ওই পুরস্কার তাদের হাতে তুলে দেয় সর্বশিক্ষা মিশন।

চলছে খেলাধুলো। — নিজস্ব চিত্র

চলছে খেলাধুলো। — নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
নওদা শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৬ ০০:১৮
Share: Save:

নির্মল বিদ্যালয় পুরস্কার পেল ডাঙাপাড়া মুক্তারপুর হাইস্কুল। নওদা চক্রের স্কুলগুলিতে টপকে ওই পুরস্কার ছিনিয়ে নেয় ওই স্কুল। বৃহস্পতিবার বহরমপুরের রবীন্দ্রসদনে আয়োজিত এক অনুষ্ঠানে ওই পুরস্কার তাদের হাতে তুলে দেয় সর্বশিক্ষা মিশন। ২০১৫ সালের বিদ্যালয়, ছাত্রছাত্রীদের ব্যবহৃত শৌচালয় পরিষ্কার রাখা সঙ্গে স্কুলের মিড-ডে মিল ঠিকমতো চালানো ও নিদির্ষ্ট স্বাস্থ্যবিধি মেনে চলার উপর বিচার করে এই পুরষ্কার দেওয়া হয়। স্কুলের বর্তমানে ১২০০ ছাত্রছাত্রী আছে। শিক্ষক সংখ্যা ১৮ ও পাশ্বশিক্ষর্ক ৫ জন। স্কুলের প্রধান শিক্ষক অঞ্জন কুমার রায় জানান, স্কুলে শিক্ষকরা তদারকিতে পড়ুায়ারা স্কুল পরিষ্কার রাখে। স্কুলে ব্যবহৃত শৌচালয়গুলি পরিষ্কার রাখা হয়। স্কুলে বতমার্নে ছাত্রীদের জন্য ১১ টি ও ছাত্রদের জন্য ১২টি শৌচাগারের ব্যবস্থা আছে। সারা বছর মিড-ডে মিলের সুবন্দোবস্ত করা হয়েছে। আগামী দিনে স্কুলের ছাত্রদের চেয়ারটেবিলে খাওয়ানোর ব্যবস্থার পরিকল্পনা করা হয়েছে। স্কুলে ট্যাপ কলের ম্যধ্যমে পানীয় জল ও শৌচালয়গুলিকে পরিষ্কার করে রাখা হয়। তিনতলার ওই বিদ্যালয়ে মোট ২৮টি ঘর। প্রতিদিন ঘরগুলি পরিষ্কার করা হয়। তিনি বেলেন, ‘‘স্কুলে এলেই বোঝা যাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর আমরা কতটা জোর দিই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

nirmal vidyalaya dangapara
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE