Advertisement
২১ মে ২০২৪
Bhagat Singh

ভগৎ স্মরণেও কৃষি বিলের বিরোধিতা

স্বাধীনতা সংগ্রামে ভগৎ সিংহের অবদানের ইতিহাস তুলে ধরার পাশাপাশি ছাত্র নেত্রী মৌপ্রিয়া কেন্দ্রের শিক্ষানীতির বিরোধিতা করেন এবং স্কুল, কলেজ-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফি মুকুবের দাবি তোলেন।

গাংনাপুরে ডিওয়াইএফ-এর পথসভা। নিজস্ব চিত্র

গাংনাপুরে ডিওয়াইএফ-এর পথসভা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
গাংনাপুর শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২০ ০০:৩১
Share: Save:

ভগৎ সিংহের স্মরণসভায় কেন্দ্রের কৃষি বিল এবং শিক্ষানীতির বিরোধিতা করে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানালেন সিপিএমের ছাত্র, যুব এবং কৃষক সংগঠনের নেতারা। সোমবার গাংনাপুর থানার আঁইশমালি বাজারে ওই স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই সভার উদ্বোধন করেন জেলায় এসএফআই-এর সম্পাদক মৌপ্রিয়া রাহা। এ ছাড়া উপস্থিত ছিলেন ডিওয়াইএফ-এর রাজ্য কমিটির সদস্য স্বরূপ মুখোপাধ্যায়, স্থানীয় কৃষক নেতা আশরাফ আলি মণ্ডল, সাহিদুল কারিগর সহ অন্যরা।

স্বাধীনতা সংগ্রামে ভগৎ সিংহের অবদানের ইতিহাস তুলে ধরার পাশাপাশি ছাত্র নেত্রী মৌপ্রিয়া কেন্দ্রের শিক্ষানীতির বিরোধিতা করেন এবং স্কুল, কলেজ-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফি মুকুবের দাবি তোলেন। কৃষি বিলের বিরোধিতা করে যুব নেতা স্বরূপ বলেন, “এই কৃষিনীতি কৃষকের স্বার্থবিরোধী। এতে কৃষককে চরম বিপদে পড়তে হবে। সাধারণ মানুষকে এর মাশুল গুনতে হবে।” পাশাপাশি, এ দিন এলাকার কয়েকটি স্কুলের বিভিন্ন শ্রেণির একশোর বেশি পড়ুয়া সেখানে উপস্থিত ছিল। সংগঠনের পক্ষ থেকে তাদের হাতে একটি করে কিট তুলে দেওয়া হয়েছে। সেই কিটে খাতা, মাস্ক, স্যানিটাইজ়ার, পেন-সহ বিভিন্ন জিনিস ছিল। এই কিট পেয়ে খুশি পড়ুয়ারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bhagat Singh DYFI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE