আজ, বৃহস্পতিবার থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে, সেই সপ্তাহ থেকে পাঁচ সপ্তাহ চার দিন ছাত্রছাত্রীদের বাড়তি জোড়া ডিম দিতে হবে মিডডে মিলে। প্রায় ৭ কোটি টাকা পাঠিয়ে ‘প্রধানমন্ত্রী পোষণ’ কর্মসূচিতে এই আয়োজন করল শিক্ষা দফতর।
সপ্তাহে একটি করে যে ডিম বরাদ্দ ছিল, সেটা অবশ্য যথারীতি বহাল থাকবে। পড়ুয়াদের পুষ্টির মাত্রা বাড়াতেই এই বাড়তি ব্যবস্থা “প্রধানমন্ত্রী পোষণ” তহবিল থেকে। এর জন্য মুর্শিদাবাদ জেলায় ২৬টি ব্লক ও ৭টি পুরসভার জন্য ৬ কোটি ৯৭ লক্ষ ৮৪ হাজার ৫২৮ টাকা দেওয়া হয়েছে। বাড়তি প্রতিটি ডিমের জন্য বরাদ্দ হয়েছে ৮ টাকা করে। ৪০ দিনে সাড়ে ৫ সপ্তাহ হিসেবে ১১ দিনে এই বাড়তি ডিম পাবে তারা। ডিমের বদলে কোনও স্কুল যদি মনে করে মরশুমি ফল খাওয়াবে ছাত্রদের তাও খাওয়াতে পারবে।
সপ্তাহে সোমবার, বুধবার ও শুক্রবার তিন দিন ডিম পাবে ছাত্ররা। প্রতি দিন যত জন ছাত্র হাজির থাকবে সেই মতোই বাড়তি বিল জমা দিতে হবে। এর ফলে স্কুলে হাজিরা কিছুটা বাড়বে বলেও শিক্ষকেরা মনে করছেন। এর জন্য জেলায় সবচেয়ে বেশি ছাত্র সংখ্যা অনুপাতে টাকা বরাদ্দ হয়েছে শমসেরগঞ্জের জন্য ৪৬.৯৩ লক্ষ টাকা। তারপরেই লালগোলার জন্য বরাদ্দ ৪০.৪৩ লক্ষ টাকা। ফরাক্কাকে দেওয়া হয়েছে ৩৬.৮৮ লক্ষ টাকা। বর্তমানে ডিমের দাম প্রতিটি সাড়ে ৬টাকা করে। বরাদ্দ ৮ টাকা হলে এক্ষেত্রেও কিছু টাকা বাঁচবে। একটি ডিমে ৫৫ থেকে ৬৬ ক্যালোরি পুষ্টি মেলে। সেক্ষেত্রে বেশি পুষ্টি জুটবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)