কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিএ, বিকম, বিএসসি-র পার্ট টু-এর পরীক্ষা পিছোল। ২৮ জুলাই শুরু হওয়ার কথা ছিল। পরিবর্তে ৫ অগস্ট থেকে পরীক্ষা শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহের নিয়ামক সঞ্জীবকুমার দত্ত বলেন, ‘‘কয়েক’টি কলেজ সময় মতো ফর্ম পূরণ করেনি। তাদের সময় দিতে পরীক্ষা কয়েক দিন পিছোতে হয়েছে।’’ পরীক্ষা কিছুটা দেরিতে শুরু হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ হবে বলে তিনি জানিয়েছেন।