মুর্শিদাবাদ জেলার সীমান্তঘেঁষা দুই থানা রানিনগর ও সাগরপাড়া থেকে পরপর উদ্ধার হয়েছে ভুয়ো আধার কার্ড এবং নকল কার্ড তৈরির নানা সরঞ্জাম। গ্রেফতার হয়েছে মোট পাঁচ জন। এই ঘটনা চিন্তা বাড়িয়েছে পুলিশের। ধৃতদের জিজ্ঞাসাবাদের পরে পুলিশের অনুমান, এই জালিয়াতি চক্রের কারবার সীমান্তের ওই দুই থানাতেই শুধু সীমাবদ্ধ নেই, ভিন্ রাজ্য পর্যন্ত বিস্তৃত তার জাল। অভিযোগ, ভিন্ রাজ্যের আইডি, পাসওয়ার্ড ব্যবহার করে এই জালিয়াতি চলছিল। জেলার শীর্ষ পুলিশকর্তারা জানান, এ নিয়ে ইতিমধ্যেই তাঁরা ভিন্ রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। তদন্তের প্রয়োজনে পুলিশ সেখানে যেতে পারে।
পুলিশের উদ্বেগের আরও কারণ, সীমান্তবর্তী এই এলাকায় এ ভাবে নকল আধার কার্ড তৈরির কারবার কত দিন ধরে চলছে এবং কত লোক এ ভাবে ভুয়ো আধার কার্ড তৈরি করেছে, তা জানার চেষ্টা করছে পুলিশ। এটা ভাবাচ্ছে পুলিশ এবং প্রশাসনের কর্তাদের। ডোমকলের মহকুমা শাসক শুভঙ্কর বালা বলেন, ‘‘এটা একটা চ্যালেঞ্জ তো বটেই। পুলিশ তৎপর হয়ে অভিযুক্তদের গ্রেফতার করেছে। আশা করি, এ থেকেই বর্তা যাবে। বন্ধ হবে জালিয়াতি চক্র।’’ ওই দুই থানা সীমান্ত ঘেঁষা হওয়ায় পুলিশের একাংশের অনুমান, পড়শি দেশের অনেকে চোরাপথে এ দেশে ঢুকে জালিয়াতদের কাছ থেকে নকল আধার কার্ড বানিয়ে নিয়েছে। সীমান্তবর্তী ওই সব এলাকার বাসিন্দাদের একাংশ আবার জানাচ্ছেন, এ দেশে শ্রমিকের কাজ করতে যাওয়ার জন্য অনেকে ওই আধার কার্ড বানিয়ে থাকতে পারে। সেক্ষেত্রে অন্য আশঙ্কাও রয়েছে। তা হলে তো যে কেউ নাশকতামূলক কাজ করতে এ দেশে ঢুকে আধার কার্ড তৈরি করে নিতে পারে। পুলিশ কর্তারা অবশ্য অস্বীকার করেননি সে কথা। ডোমকলের এসডিপিও শুভম বজাজ বলেন, ‘‘আমরা জানতে পেরেছি, ভিন্ রাজ্য থেকে আধারের ইউজ়ার, পাসওয়ার্ড এনে অনেকে আধার জালিয়াতির কারবার করছে। আমরা তদন্ত শুরু করেছি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)