‘এসআইআর-আতঙ্কে’ আবার এক মৃত্যুর অভিযোগ। এ বার ঘটনাস্থল মুর্শিদাবাদের বেলডাঙা। ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক প্রৌঢ়া। পরিবার তথা শাসকদলের দাবি, ভোটার তালিকার নিবিড় সংশোধনের ‘কঠিন প্রক্রিয়া’র কারণে আতঙ্কগ্রস্ত হয়ে নিজেকে শেষ করে দিয়েছেন ৫৫ বছরের শকেলা বিবি। যদিও ওই অভিযোগ এবং দাবি উড়িয়ে দিয়েছে বিজেপি। শকেলার বাড়ি বেলডাঙা থানার সরুলিয়ায়। তাঁর পরিবারের দাবি, এসআইআর ঘোষণার পর থেকেই ওই নিয়ে নানা কথা শুনে আতঙ্কিত হয়ে পড়েছিলেন প্রৌঢ়া। ২০০২ সালের ভোটার তালিকায় শকেলার নাম রয়েছে। স্বামীর নামও রয়েছে। কিন্তু বানান ভুল ছিল। তা ছা়ড়া, বছর কয়েক আগে তিনি মারাও গিয়েছেন। এ সব নিয়ে তিনি সমস্যায় পড়বেন না তো? তাঁর নাম এসআইআর থেকে বাদ চলে যাবে না তো? গত কয়েক দিন ধরে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল শকেলার মাথায়। প্রতিবেশীরা জানাচ্ছেন, এই বিষয় নিয়ে জানতে স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছেও ছুটে গিয়েছিলেন তিনি। তাঁর আশ্বাসেও দুশ্চিন্তামুক্ত হতে পারেননি ওই বিধবা।
বাড়ির লোকের অভিযোগ, রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে রেললাইনের ধারে চলে গিয়েছিলেন শকেলা। একটি ট্রেনের সামনে ঝাঁপ দেন তিনি। রেলকর্মী এবং পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। এখন ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
উল্লেখ্য, এ নিয়ে মুর্শিদাবাদ জেলায় চতুর্থ মৃত্যুর কারণ হিসাবে এসআইআরকে দায়ী করা হচ্ছে। পাশাপাশিই, গত ২৭ অক্টোবর এসআইআর ঘোষণা থেকে এ পর্যন্ত রাজ্যে ২২ জনের মৃত্যুতে এসআইআরকে কাঠগড়ায় তুলেছে রাজ্যের শাসকদল। যদিও বিজেপির দাবি, পারিবারিক কিংবা অর্থনৈতিক সমস্যায় আত্মহত্যার ঘটনাকেও ‘এসআইআর-আতঙ্ক’ বলে চালিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থের চেষ্টা করছে তৃণমূল।