পুলিশের তদন্তে অনাস্থা প্রকাশ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ নদিয়ার কালীগঞ্জে বিস্ফোরণে মৃত তামান্না খাতুনের পরিবার। শুক্রবার মামলা দায়ের ও দ্রুত শুনানির আর্জি জানিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন তাঁদের আইনজীবী শামিম আহমেদ। মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি। আগামী মঙ্গলবার শুনানির সম্ভাবনা। গত ২৩ জুন কালীগঞ্জে ভোট গণনার দিন সিপিএম সমর্থক পরিবারের বছর দশেকের তামান্না বোমায় নিহত হয়। মা সাবিনা খাতুন বলেন, “আইনজীবীরা চার্জশিট দেখে বলেছেন, তাতে বেশ কিছু অসঙ্গতি আছে।” শামিমের বক্তব্য, পুলিশ ৩৪০ পাতার চার্জশিট দিলেও অভিযুক্তদের সবাই গ্রেফতার হয়নি। হুমকি দেওয়া হচ্ছে পরিবারকে। তাঁর আর্জি, এনআইএ-তদন্ত, পরিবার-সাক্ষীদের নিরাপত্তা এবং অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দিক আদালত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)