বহরমপুরে জন্মদিনের পার্টিতে চলল গুলি। গুলিবিদ্ধ এক যুবক। এই ঘটনায় গ্রেফতার ১৪ জন। ঘটনার তদন্তে নেমে প্রথমে তিন জনকে পাকড়াও করেছিল পুলিশ। এ বার আরও ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৫ অক্টোবর রাত সাড়ে ১২টা থেকে রাত ১টার মধ্যে বহরমপুর থানার ফাঁসিতলা এলাকার একটি গুদামে জন্মদিনের পার্টি চলছিল। সেখানে ছিলেন ২০-৩০ জন। অনুষ্ঠান চলাকালীন দু’পক্ষের বচসা শুরু হয়। সেই সময় গুলি চলে বলে অভিযোগ। পায়ে গুলি লাগে সৌরভ রায় নামে এক যুবকের। তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
এই ঘটনায় পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। প্রথমে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের বৃহস্পতিবার বহরমপুর সিজিএম কোর্টে পাঠিয়ে ৫ দিনের হেফাজতে নেয়। বৃহস্পতিবার এই ঘটনায় আরও ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতেরা সকলেই লালবাগের আমানিগঞ্জ এলাকার বাসিন্দা। শুক্রবার ধৃত ১১ জনকে কোর্টে হাজির করায় পুলিশ।