Advertisement
E-Paper

আবার সেই হাঁসখালি, জন্মদিনের পার্টিতে ডেকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! গ্রেফতার পাঁচ

গ্রেফতারের পর শুক্রবার অভিযুক্তদের রানাঘাট মহকুমা আদালতে হাজির করানো হয়। তদন্তের স্বার্থে হাঁসখালি থানার পুলিশ অভিযুক্তদের মধ্যে দু’জনকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে। সেই আবেদন মঞ্জুর করেন বিচারক।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ২৩:১৩
Five arrested for raping minor girl at birthday party in Nadia’s Hanskhali

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

আবার সেই নদিয়ার রানাঘাটের হাঁসখালি। আবার জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল। এই অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও কেউ যুক্ত কি না, তার সন্ধান চলছে।

বৃহস্পতিবার রাতে হাঁসখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে ‘নির্যাতিতা’। তার অভিযোগ, গত বুধবার রাতে বগুলা এলাকার একটি বাড়িতে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। বলা হয়, জন্মদিনের পার্টি। সেই পার্টিতেই গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ওই নাবালিকার। তার অভিযোগের ভিত্তিতে শুক্রবারই পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের পর শুক্রবার অভিযুক্তদের রানাঘাট মহকুমা আদালতে হাজির করানো হয়। তদন্তের স্বার্থে হাঁসখালি থানার পুলিশ অভিযুক্তদের মধ্যে দু’জনকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন করে। বাকি তিন জনের জন্য চাওয়া হয় জেল হেফাজত। বিচারক সেই আবেদন মেনে দুই যুবককে পুলিশ হেফাজতে এবং অন্য তিন জনকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে যে বাড়িতে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ, সেই বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়াও ওই বাড়ির সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ। অভিযুক্তদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেখানে কোনও ভিডিয়ো, অডিয়ো বা মেসেজে প্রমাণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর পুলিশ সূত্রে। নাবালিকার স্বাস্থ্যপরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সেই রিপোর্ট হাতে পেলেই মামলা আরও দৃঢ় হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

এই ঘটনাকে কেন্দ্র করে জেলা রাজনীতিতে শোরগোল পড়েছে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তারও অভিযোগ তুলেছে বিজেপি। যদিও এই অভিযোগ মানতে রাজি নয় পুলিশ-প্রশাসন। পুলিশের দাবি, এ ক্ষেত্রে অত্যন্ত দ্রুত পদক্ষেপ করা হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে রানাঘাট পুলিশ জেলার সুপার আশিস মৌর্য বলেন, ‘‘যাঁদের নামে অভিযোগ ছিল তাঁদের সকলকেই আমরা দ্রুত গ্রেফতার করেছি। তদন্তের স্বার্থে দু’জনকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজন হলে পরবর্তীতে বাকিদেরও হেফাজতে নেওয়া হবে।’’ ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে কি না, এই প্রশ্নের উত্তরে আশিস জানান, প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। নির্দিষ্ট পদ্ধতি মেনে তদন্ত চলছে।

২০২২ সালের ৫ এপ্রিল এই হাঁসখালিতেই স্থানীয় তৃণমূল নেতা সমর গয়ালির ছেলে ব্রজ এবং তাঁর দুই বন্ধুর বিরুদ্ধে জন্মদিন উপলক্ষে মদ্যপানের আসরে এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে সে দিনই মৃত্যু হয় নির্যাতিতার। প্রমাণ লোপাটের জন্য ওই কিশোরীর পরিবারের উপর দ্রুত সৎকার করার চাপ দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল নেতা ও তাঁর পরিবারের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও করে নির্যাতিতার পরিবার। পরে আদালতের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। এ বার সেই হাঁসখালিতেই আবার নাবালিকাকে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল।

Hanskhali Rape case arrest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy