লাল, হলুদ, গোলাপি—বিভিন্ন রঙের গোলাপের পসরা সাজানো দোকানে। বিকেল হতে না হতেই দোকানের চেহারা বদলাতে থাকে। চাহিদা এতই যে কিছু দোকানে গোলাপ শেষ হয়ে যায়। প্রেমের মাসে এখনও সাতদিন ধরে গোলাপের এমন চাহিদা থাকবে বলেই জানাচ্ছেন দোকানিরা। স্বাভাবিক ভাবেই লক্ষ্মীলাভের আশা ফুল ব্যবসায়ীরা,
ফুলের দোকানদারদের সাথে কথা বলে জানা গেল, সারা বছরই নানা ধরনের অনুষ্ঠানে গোলাপের চাহিদা থাকে। তবে ৫ ফেব্রুয়ারি, বুধবার থেকে গোলাপের চাহিদা বাড়তে শুরু করে। দোকানি ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৭ ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুরু হয়েছে ‘ভ্যালেন্টাইন সপ্তাহ’। শুক্রবার ছিল ‘রোজ ডে’। ফলে সকাল থেকেই ভিড় ছিল দোকানে। দোকানিরা জানাচ্ছেন, ১৫ থেকে ২৫ টাকা পর্যন্ত দরে প্রতি পিস বিভিন্ন রঙের গোলাপ বিক্রি হচ্ছে। যেখানে লাল। হলুদ, গোলাপি সহ একাধিক রঙের গোলাপ ছিল। কিন্তু সবচেয়ে বেশি চাহিদা লাল গোলাপের। গোলাপের বোকের ভাল বিক্রি হয়েছে। তেহট্টের এক ফুল বিক্রেতা অক্ষয় দাস বলেন, “শুক্রবারের জন্য প্রায় দেড় হাজারের বেশি নানা ধরনের গোলাপ এনেছিলাম। বেশি এনেছিলাম লাল গোলাপ। প্রায় সবই বিক্রি হয়ে যায় বিকেলের মধ্যে।”
ফুল বিক্রেতারা এও জানিয়েছেন, আগামী ১৪ ফেব্রুয়ারি ‘প্রেম দিবস’। এই সময় যে পরিমাণ ফুল বিক্রি হচ্ছে তার চেয়ে দ্বিগুণ ফুল বিক্রি হয় ওই দিনে। যে কারণে দুই সপ্তাহ আগে থেকেই ফুলের বরাত দিতে হয়েছে। পাশাপাশি বেশ কিছু অনুষ্ঠানের জন্যও বাড়তি ফুলের চাহিদা রয়েছে। তাঁরা জানিয়েছেন এই সময়ে ফুলের বিক্রি ভাল হওয়ায় উপার্জনও ভাল হয়।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)