গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে যৌনপল্লিতে অভিযান চালিয়ে এক বিদেশি নাবালিকাকে উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নদিয়ার শান্তিপুরে ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে দু’জনকে। যে বাড়িতে ওই নাবালিকাকে লুকিয়ে রাখা হয়েছিল, সেই বাড়ির মালিকের বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে দীর্ঘ কয়েক দশক ধরে যৌনপল্লি রয়েছে। স্থানীয় বাসিন্দারা বহু দিন ধরে অভিযোগ করলেও কোনও ভাবেই ওই যৌনপল্লিকে ওঠানো যায়নি। প্রায়শই এই পল্লিকে ঘিরে নানা ধরনের ঘটনা ঘটে থাকে বলেও অভিযোগ স্থানীয়দের। মঙ্গলবার সন্ধ্যায় নদিয়া চাইল্ড লাইন থেকে শান্তিপুর থানায় অভিযোগ জানানো হয়, এক বিদেশি নাবালিকাকে ওই যৌনপল্লিতে আটকে রাখা হয়েছে। খবর পেয়ে সেখানে হানা দেয় শান্তিপুর থানার পুলিশ। শুরু হয় তল্লাশি। শেষমেশ এক ঘরের ভিতর থেকে উদ্ধার করা হয় ওই বিদেশি নাবালিকাকে। রাতেই তাকে কৃষ্ণনগর হোমে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
ঘটনাস্থল থেকে বাড়ির মালিক এবং এক খদ্দেরকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দু’জনকে বৃহস্পতিবার রানাঘাট মহকুমা আদালতে হাজির করানো হবে। সেখানে ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া নাবালিকা নেপালের বাসিন্দা। তার সঠিক বয়স ও পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। রানাঘাটের মহকুমা পুলিশ আধিকারিক শৈলজা দাস বলেন, ‘‘এক বিদেশি মহিলাকে উদ্ধার করা হয়েছে। সম্ভবত উনি নাবালিকা। ওঁর সঠিক বয়স অনুসন্ধানের চেষ্টা চলছে। দুই ধৃতের পুলিশ হেফাজতের জন্য আবেদন জানানো হবে।’’