Advertisement
০৪ মে ২০২৪
Gangwar

এলাকা দখলের লড়াইয়ের জের, নদিয়ায় গ্যাংওয়ারের বলি যুবক, গ্রেফতার দুই, বাকিদের খোঁজে তল্লাশি

দশ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃত নওশাদ শেখের পরিবার। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি।

Screen Grab

গ্যাংওয়ারের বলি যুবক নওশাদ শেখ। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
করিমপুর শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৫৬
Share: Save:

গ্যাংওয়ারের বলি যুবক! তবে মুম্বই বা পঞ্জাব নয়, এ বার ঘটনাস্থল নদিয়ার সীমান্তবর্তী করিমপুর। সোমবার গভীর রাতে নওশাদ শেখ নামে এক যুবকের খুনের ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক অনুমান, এলাকা দখলের লড়াইয়ের জেরেই অপর গোষ্ঠীর হাতে খুন হতে হয় ওই ব্যক্তিকে। বছর ৩৪-এর ওই ব্যক্তির বাড়ি নদিয়ারই মুরুটিয়া থানা এলাকার ধারা গ্রামে।

দশ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃত যুবকের পরিবার। ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। দুই সমাজবিরোধী গোষ্ঠীর এলাকা দখলের লড়াইয়ের জেরে কুপিয়ে খুন করা হয়েছে নওশাদকে, প্রাথমিক ভাবে এমনটাই অনুমান পুলিশের। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের সীমান্তবর্তী মুরুটিয়া থানার ধারা পাকসিয়া এলাকার দুই সমাজবিরোধী গোষ্ঠীর একটির অন্যতম মাথা নওশাদের সঙ্গে অপর গোষ্ঠীর নেতা বাইতুল্লার দীর্ঘ দিনের লড়াই। সীমান্ত এলাকার গ্রামগুলির দখল কার হাতে থাকবে, মূলত এই নিয়ে বিবাদ দুই সমাজবিরোধী গোষ্ঠীর। একটি মামলায় দীর্ঘ দিন জেলবন্দী ছিলেন নওশাদ। তাঁর দাবি ছিল, বাইতুল্লার ষড়যন্ত্রের জেরেই তাঁর গোপন ডেরার খোঁজ পেয়ে গিয়েছিল পুলিশ। জেল থেকে জামিনে মুক্ত হয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন নওশাদ। সেই খবর পৌঁছোয় বাইতুল্লার কাছে। পুলিশ সূত্রে খবর, প্রস্তুতি নিচ্ছিলেন বাইতুল্লাও। অভিযোগ, সোমবার রাত ৯টা নাগাদ ধারা এলাকার আদিবাসী পাড়ার রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন নওশাদ। সেই সময় আচমকা তাঁর সামনে বাঁশ ফেলে রাস্তা অবরোধ করা হয়। রাস্তার পাশে ছিটকে পড়লে ১৫ থেকে ১৬ জনের দুষ্কৃতীদল ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে নওশাদকে। ধারালো অস্ত্রের কোপে মৃতপ্রায় নওশাদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা।

ঘটনার খবর পৌঁছায় মুরুটিয়া থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নওশাদকে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের পরিবার মুরুটিয়া থানায় দশ জনের নামে খুনের অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

মৃত যুবকের ভাই আসিফ শেখ বলেন, ‘‘দাদাকে কারা খুন করেছে আমরা জানি। তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। আমরা দোষীদের উপযুক্ত শাস্তি চাই।’’ তেহট্ট মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার বলেন, ‘‘খুনের অভিযোগে মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gangwar Murder arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE