Advertisement
২৬ এপ্রিল ২০২৪

তোরণ ভেঙে দিল দুষ্কৃতীরা

বিশ্ব বাংলার লোগো দিয়ে মুর্শিদাবাদ পুরসভা ঢোকার মুখে ‘তোরণ’ তৈরি করা হয়েছিল, উদ্দেশ্য ছিল, পর্যটন শহর মুর্সিদাবাদকে বহিরাগত পর্যটকদের সামনে আকর্ষণীয় করে তোলা। আগামী ৪ নভেম্বর ছিল তার উদ্বোধন।

তোরণ-দ্বার: ভেঙে ফেলেছে দুষ্কৃতীরা। ছবি: নিজস্ব চিত্র

তোরণ-দ্বার: ভেঙে ফেলেছে দুষ্কৃতীরা। ছবি: নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
লালবাগ শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৮ ০৩:৪৯
Share: Save:

বিশ্ব বাংলার লোগো দিয়ে মুর্শিদাবাদ পুরসভা ঢোকার মুখে ‘তোরণ’ তৈরি করা হয়েছিল, উদ্দেশ্য ছিল, পর্যটন শহর মুর্সিদাবাদকে বহিরাগত পর্যটকদের সামনে আকর্ষণীয় করে তোলা। আগামী ৪ নভেম্বর ছিল তার উদ্বোধন। কিন্তু তার আগেই বৃহস্পতিবার গভীর রাতে ওই তোরণ দুষ্কৃতীরা ভেঙে দিয়েছে। এ নিয়ে মুর্শিদাবাদ থানায় অভিযোগও দায়ের হয়েছে। কিন্তু পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। পুরপ্রধান বিপ্লব চক্রবর্তী বলছেন, ‘‘যারা এ কাজ করেছে, তারা ঠিক করেনি। ওই তোরণের সঙ্গে মুর্শিদাবাদ পুরসভার সম্মান জড়িয়ে রয়েছে। পুলিশের উচিত যারা ওই কাজের সঙ্গে জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত।’’

পুরসভা সুত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ পুরসভার বাসিন্দাদের বহুদিনে দাবি ছিল বহরমপুর থেকে লালবাগ শহরের প্রবেশ করার পথে পুরসভা এলাকায় তৈরি করা হোক একটি প্রবেশ দ্বার। সেই মত পুজোর আগে মুর্শিদাবাদ পুরসভা মতিঝিল এলাকায় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে তৈরি করে ওই তোরণটি। প্রথমে মাটি নিচে ভিত তৈরি করে তার পর লোহার খাঁচা তৈরি করে তার উপরে এসিপি বোর্ড দিয়ে নির্মিত হয় প্রবেশ দ্বারটি। তার জন্য খরচ হয় মোট তিন লক্ষ টাকা। অভিযোগ গত বৃহস্পতিবার রাত দুটো দশ নাগাদ একটি বাইকে তিন জন দুষ্কৃতী এসে লোহার রড দিয়ে সেটিকে ভেঙে দিয়ে যায় এবং সিসিটিভি ক্যামেরায় সে ছবি ধরাও পড়েছে। পুরপ্রধান জানান, বিষয়টি আমি প্রবেশ দ্বারের পাশের একটি ইট ভাটার সিসিটিভি ক্যামেরায় পুরোটা দেখেছি। এই নিয়ে আমরা মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। যারা মুর্শিদাবাদ পুরসভার উন্নয়ন চায় না, তারাই

এই কাজ করেছে। মুর্শিদাবাদ থানার আইসি আশিস দেব বলেন, ‘‘গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hooliganism TMC Murshidabad Vandalism
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE