Advertisement
৩০ সেপ্টেম্বর ২০২৩
bomb

আমবাগানে দুই ব্যাগ ভর্তি বিভিন্ন ধরনের বোমা, শমসেরগঞ্জ থেকে উদ্ধার করল পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে শমসেরগঞ্জের হাউজ়নগর কৃষি মান্ডির উল্টো দিকে একটি আমবাগানে হানা দেয় পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় দু’টি ব্যাগ ভর্তি তাজা বোমা।

Huge bomb recovered from Shamsherganj of Murshidabad

আমবাগানে দু’টি ব্যাগ ভর্তি বোমা। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শমসেরগঞ্জ শেষ আপডেট: ০৫ জুন ২০২৩ ১৩:২১
Share: Save:

দু’টি ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার। সোমবার এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের শমসেরগঞ্জ থানার হাউজ়নগর কৃষি মান্ডি সংলগ্ন এলাকায়। কে বা কারা ওই বোমা রেখে গিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে শমসেরগঞ্জের হাউজ়নগর কৃষি মান্ডির উল্টো দিকে একটি আমবাগানে হানা দেয় পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় দু’টি ব্যাগ ভর্তি তাজা বোমা। ঘটনাস্থল ঘিরে রেখে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। কে বা কারা আমবাগানে বোমা গুলো রেখেছে তা তদন্ত করে দেখছে পুলিশ। দু’টি ব্যাগে প্রায় ১৫টি বোমা রয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের।

এ নিয়ে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার ভিজি সতীশ বলেন, ‘‘বিভিন্ন সূত্র মারফত আমরা যেখান থেকেই খবর পাচ্ছি সেখানে অভিযান চালাচ্ছি। বেআইনি অস্ত্র উদ্ধারে জেলা পুলিশ সদা সতর্ক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE