Advertisement
০৬ মে ২০২৪

ভরা মাঠে হুমায়ুন বলছেন একলা চলো

তৃণমূলের টিকিট না পেয়ে রেজিনগর কেন্দ্রে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তিনি। রবিবার তিনি স্টেশন সংলগ্ন মাঠে এক জনসভা করেন। সেখানে তিনি তৃণমূলনেত্রীর বিরুদ্ধে অভিমান উগরে দেন।

রেজিনগরে জনসভায় নির্দল প্রার্থী হুমায়ুন কবীর।

রেজিনগরে জনসভায় নির্দল প্রার্থী হুমায়ুন কবীর।

নিজস্ব সংবাদদাতা
রেজিনগর শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৬ ০৩:১০
Share: Save:

অভিমান উগরে দিলেন হুমায়ুন কবীর।

তৃণমূলের টিকিট না পেয়ে রেজিনগর কেন্দ্রে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তিনি। রবিবার তিনি স্টেশন সংলগ্ন মাঠে এক জনসভা করেন। সেখানে তিনি তৃণমূলনেত্রীর বিরুদ্ধে অভিমান উগরে দেন।

তাঁর কথায়, ‘‘তৃণমূলনেত্রী ২৯৪টা আসনের নাম ঘোষণা করলেন। তার মধ্যে উত্তরবঙ্গে হরকাবাহাদুর ছেত্রীর নাম ছিল। কিন্তু তিনি জানালেন তিনি প্রার্থী হবেন না জোড়াফুলের প্রতীকে। তিনি লড়বেন নিদর্ল থেকে। দিদি সেই কথা মেনে নিলেন।’’ তাঁর দাবি, কংগ্রেসের নির্বেদ রায় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে গালিগালাজ করতেন। কখনও প্রকাশ্যে কখনও টিভির পর্দায়। সবাই তা জানে। তাঁকে তৃণমূলের টিকিট দেওয়া হয়েছে। আবার প্রাক্তন সিপিএমের নেতা রাজ্জাক মোল্লা কত কটু কথা বলতেন। তাঁকেও প্রার্থী করা হল। কিন্তু হুমায়ুন নানা ভাবে ক্ষমা চেয়েও সুবিচার পাননি।

তিনি বলেন, ‘‘ভালই হয়েছে। কারণ এতে সব পক্ষের ভোটই পাওয়া যাবে। আমি আগে জিতেছিলাম ৮ হাজারের কিছু বেশি ভোটে। এ বার জিতব ২০ হাজারের বেশি ভোটে। তাই টিকিট না পেয়ে আমার উপকার করেছেন নেত্রী।’’ গরম উপেক্ষা করে আজ মাঠে ভিড় ছিল চোখে পড়ার মতো। হুমায়ুনের দাবি, এ দিন মাঠে ২০ হাজারের বেশি লোক এসেছিলেন। কোন নেতা বা মন্ত্রী এই বড় মাঠে সভা করেনি। কারণ জানে মাঠ ভরানো সম্ভব নয়। তবে এ দিন মাঠে প্রায় ৮ হাজারের বেশি লোক ছিল বলে পুলিশের একাংশের মত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Humayun campaign election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE