Advertisement
E-Paper

ভরা মাঠে হুমায়ুন বলছেন একলা চলো

তৃণমূলের টিকিট না পেয়ে রেজিনগর কেন্দ্রে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তিনি। রবিবার তিনি স্টেশন সংলগ্ন মাঠে এক জনসভা করেন। সেখানে তিনি তৃণমূলনেত্রীর বিরুদ্ধে অভিমান উগরে দেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৬ ০৩:১০
রেজিনগরে জনসভায় নির্দল প্রার্থী হুমায়ুন কবীর।

রেজিনগরে জনসভায় নির্দল প্রার্থী হুমায়ুন কবীর।

অভিমান উগরে দিলেন হুমায়ুন কবীর।

তৃণমূলের টিকিট না পেয়ে রেজিনগর কেন্দ্রে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তিনি। রবিবার তিনি স্টেশন সংলগ্ন মাঠে এক জনসভা করেন। সেখানে তিনি তৃণমূলনেত্রীর বিরুদ্ধে অভিমান উগরে দেন।

তাঁর কথায়, ‘‘তৃণমূলনেত্রী ২৯৪টা আসনের নাম ঘোষণা করলেন। তার মধ্যে উত্তরবঙ্গে হরকাবাহাদুর ছেত্রীর নাম ছিল। কিন্তু তিনি জানালেন তিনি প্রার্থী হবেন না জোড়াফুলের প্রতীকে। তিনি লড়বেন নিদর্ল থেকে। দিদি সেই কথা মেনে নিলেন।’’ তাঁর দাবি, কংগ্রেসের নির্বেদ রায় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে গালিগালাজ করতেন। কখনও প্রকাশ্যে কখনও টিভির পর্দায়। সবাই তা জানে। তাঁকে তৃণমূলের টিকিট দেওয়া হয়েছে। আবার প্রাক্তন সিপিএমের নেতা রাজ্জাক মোল্লা কত কটু কথা বলতেন। তাঁকেও প্রার্থী করা হল। কিন্তু হুমায়ুন নানা ভাবে ক্ষমা চেয়েও সুবিচার পাননি।

তিনি বলেন, ‘‘ভালই হয়েছে। কারণ এতে সব পক্ষের ভোটই পাওয়া যাবে। আমি আগে জিতেছিলাম ৮ হাজারের কিছু বেশি ভোটে। এ বার জিতব ২০ হাজারের বেশি ভোটে। তাই টিকিট না পেয়ে আমার উপকার করেছেন নেত্রী।’’ গরম উপেক্ষা করে আজ মাঠে ভিড় ছিল চোখে পড়ার মতো। হুমায়ুনের দাবি, এ দিন মাঠে ২০ হাজারের বেশি লোক এসেছিলেন। কোন নেতা বা মন্ত্রী এই বড় মাঠে সভা করেনি। কারণ জানে মাঠ ভরানো সম্ভব নয়। তবে এ দিন মাঠে প্রায় ৮ হাজারের বেশি লোক ছিল বলে পুলিশের একাংশের মত।

Humayun campaign election
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy