পাড়ার মুদি দোকান থেকে ডিটারজেন্ট পাউডার চুরি করতে গিয়ে ধরা পড়েছেন স্বামী। গ্রেফতারও হয়েছেন। থানায় স্বামীকে বন্ধ ঘরে বসিয়ে যখন জেরা করছে পুলিশ, তখন ঘরের বাইরে দাঁড়িয়ে ডিউটি করছেন সিভিক ভলান্টিয়ার স্ত্রী। মাথা হেঁট। মানসিক ভাবেও বিপর্যস্ত। কিন্তু তার পরেও কর্তব্যে অবিচল তিনি। দৃপ্ত কণ্ঠেই বললেন, ‘‘দোষ করলে শাস্তি পাওয়াই উচিত।’’ বুধবার এমন ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের বহরমপুর থানা।
পুলিশ সূত্রে খবর, পাড়ার একটি মুদিখানা দোকান থেকে কুড়়ি প্যাকেট ডিটারজেন্ট পাউডার চুরির দায়ের গ্রেফতার করা হয়েছে শাহেন শাহ নামে এক ব্যক্তিকে। চুরি করতে গিয়ে দোকানদারের কাছে হাতেনাতে ধরা পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে বহরমপুর থানায় নিয়ে যায় শাহেনকে। ওই বহরমপুর থানাতেই সিভিক ভলান্টিয়ারের চাকরি করেন তাঁর স্ত্রী। শাহেনকে থানায় নিয়ে এসে পুলিশকর্মীরা যখন তাঁকে জেরা করছিলেন, ঠিক সেই সময় বাইরেই দাঁড়িয়ে ছিলেন তিনি। পরে অবশ্য বিড়ম্বনা এড়াতে বাইরে ট্রাফিক ডিউটি নেন স্ত্রী।