ভগ্নিপতির সঙ্গে স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক! সন্দেহের বশে স্ত্রীকে শাবল দিয়ে কুপিয়ে খুন করলেন স্বামী। রবিবার নদিয়া জেলার ধানতলা থানার দত্তফুলিয়ায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ, পারিবারিক বিবাদের জেরে ঘরের মধ্যেই স্ত্রীকে শাবল দিয়ে কুপিয়ে খুন করেছেন ওই যুবক। অভিযুক্ত স্বামী ঘটনার পর থেকেই পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম শরিফুল মণ্ডল। শরিফুল দত্তফুলিয়া পঞ্চায়েতের হুদা গ্রামের বাসিন্দা। রবিবার তাঁর ঘর থেকেই স্ত্রীর রক্তাক্ত দেহ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ধানতলা থানার পুলিশ। মৃতার মাথায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত ছিল। ওই ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না শরিফুলের। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, স্ত্রীকে খুন করে পালিয়েছেন তিনি।
আরও পড়ুন:
স্থানীয় বাসিন্দা এবং মৃতার পরিজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই ওই দম্পতির মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে মৃত বধূর ভগ্নিপতি তাঁদের বাড়িতে যান। সেই ঘটনা নিয়েও স্ত্রীর সঙ্গে অশান্তি শুরু হয়ে যায় স্বামীর।
এলাকাবাসীদের দাবি, ভগ্নিপতির সঙ্গে স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে, এমনটাই সন্দেহ করছিলেন শরিফুল। সেই সন্দেহের বশেই তিনি স্ত্রীকে খুন করেন বলে অভিযোগ। প্রতিবেশীদের দাবি, প্রথমে শরিফুল তাঁর স্ত্রীকে ছাদে ডেকে নিয়ে গিয়ে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেন। স্থানীয়েরা অনেকেই ছাদে স্বামী-স্ত্রীকে বচসা ও হাতাহাতি করতে দেখেছিলেন। কিন্তু স্ত্রী কোনও রকমে পালিয়ে ঘরে চলে যান। পিছু ধাওয়া করেন শরিফুলও। তার পর ঘরে ঢুকে স্ত্রীর মাথায় শাবল দিয়ে আঘাত করে এলাকা ছেড়ে চম্পট দেন। কিছু ক্ষণ পর স্থানীয়েরাই ধানতলা থানায় খবর দেন। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।