চার বছরের শিশুকে ধর্ষণের এক বছরের মধ্যে সাজা ঘোষণা করল কল্যাণীর বিশেষ পকসো আদালত। অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার ওই সাজা ঘোষণা করেন কল্যাণীর বিশেষ পকসো আদালতের বিচারক। ২০২৪ সালের ২২ জুন নদিয়ার হরিণঘাটা থানা এলাকার ঘটনা।
মামলার সরকার পক্ষের আইনজীবী ইন্দ্রজিৎ মুখোপাধ্যায় বলেন, “চার বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে এ দিন আদালত অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয়। অনাদায়ে আরও দু’মাসের জেল। সেই সঙ্গে আদালতের নির্দেশ, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ (ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি)-এর তরফ থেকে ক্ষতিপূরণ দিতে হবে নির্যাতিতার পরিবারকে। যে হেতু নির্যাতিতা নাবালিকা তা-ই পকসো আইন অনুযায়ী, সরকারি তহবিল থেকে এই ক্ষতিপূরণ তার প্রাপ্য। দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে অভিযুক্তের সাজা হওয়ায় স্বস্তি নাবালিকার পরিবার।”
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের ২২ জুন নদিয়ার হরিণঘাটা থানা এলাকার ঘটনা। বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত ওই চার বছরের শিশুকে বাড়ির পাশে একটি গোলাপ বাগানে নিয়ে যায়। সেখানেই শিশুটিকে ধর্ষণ করে সে। ওই ঘটনার কয়েক দিন আগেও একবার শিশুটিকে এলাকার একটি নির্মীয়মাণ বাড়ির ছাদে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে অভিযুক্ত। ঘটনার কথা শিশুটি যাতে কাউকে না বলে, সেই জন্য অভিযুক্ত তাকে হুমকিও দেয়। মামলার সরকার পক্ষের আইনজীবী বলেন, “ঘটনার দিন শিশুটির বাড়িতে কেউ ছিলেন না। এই সুযোগে অভিযুক্ত তাকে ধর্ষণ করে। পরে শিশুটির মা হরিণঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।”
দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে মামলার চার্জশিটও জমা দিয়ে দেয় পুলিশ। গত সেপ্টেম্বরে মামলার চার্জ-গঠন করা হয়। চার্জ-গঠন হওয়ার সাড়ে তিন মাসের মধ্যে সাজা ঘোষণা করল আদালত।